Advertisement
২৬ এপ্রিল ২০২৪
International News

আংটি থেকে স্বর্ণমুদ্রা, ফাঁকা মাঠ থেকে উদ্ধার বিপুল গুপ্তধন

নিতান্তই শখের অনুসন্ধান। আর তা করতে গিয়েই মিলল গুপ্তধন। মিলল প্রায় দু’হাজার বছর আগের সোনার আংটি, স্বর্ণমুদ্রা! ঘটনাটি ব্রিটেনের সমারসেটের ক্রিউক্রেনের। সেখানে একটি ফাঁকা মাঠে শুধুমাত্র একটি মেটাল ডিটেক্টর সম্বল করেই এই গুপ্তধনের হদিশ পেয়েছেন জেসন মাসে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৮ ১২:২৯
Share: Save:
০১ ০৭
নিতান্তই শখের অনুসন্ধান। আর তা করতে গিয়েই মিলল গুপ্তধন। মিলল প্রায় দু’হাজার বছর আগের সোনার আংটি, স্বর্ণমুদ্রা! ঘটনাটি ব্রিটেনের সমারসেটের ক্রিউক্রেনের। সেখানে একটি ফাঁকা মাঠে শুধুমাত্র একটি মেটাল ডিটেক্টর সম্বল করেই এই গুপ্তধনের হদিশ পেয়েছেন জেসন মাসে।

নিতান্তই শখের অনুসন্ধান। আর তা করতে গিয়েই মিলল গুপ্তধন। মিলল প্রায় দু’হাজার বছর আগের সোনার আংটি, স্বর্ণমুদ্রা! ঘটনাটি ব্রিটেনের সমারসেটের ক্রিউক্রেনের। সেখানে একটি ফাঁকা মাঠে শুধুমাত্র একটি মেটাল ডিটেক্টর সম্বল করেই এই গুপ্তধনের হদিশ পেয়েছেন জেসন মাসে।

০২ ০৭
মাসে এক জন প্রাক্তন সেনাকর্মী। ‘ডিটেক্টিং ফর ভেটেরানস’ বলে একটি গ্রুপের হয়ে শখের প্রত্নতত্ত্বিক অনুসন্ধান চালান তিনি। ১৯৮৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন জেসন।

মাসে এক জন প্রাক্তন সেনাকর্মী। ‘ডিটেক্টিং ফর ভেটেরানস’ বলে একটি গ্রুপের হয়ে শখের প্রত্নতত্ত্বিক অনুসন্ধান চালান তিনি। ১৯৮৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন জেসন।

০৩ ০৭
গত রবিবার ওই মাঠে সন্ধান চালাচ্ছিলেন মাসে। সেখানেই ১৮০০ বছর আগের ওই রোমান আংটির খোঁজ মেলে।

গত রবিবার ওই মাঠে সন্ধান চালাচ্ছিলেন মাসে। সেখানেই ১৮০০ বছর আগের ওই রোমান আংটির খোঁজ মেলে।

০৪ ০৭
২৪ ক্যারেটের এই সোনার আংটিটির ঠিক উপরেই রোমান দেবী ভিক্টোরিয়ার একটি ছবি খোদাই করা ছিল। বিশেষজ্ঞদের মতে, আনুমানিক ২০০-৩০০ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে তৈরি হয়েছিল এই আংটি।

২৪ ক্যারেটের এই সোনার আংটিটির ঠিক উপরেই রোমান দেবী ভিক্টোরিয়ার একটি ছবি খোদাই করা ছিল। বিশেষজ্ঞদের মতে, আনুমানিক ২০০-৩০০ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে তৈরি হয়েছিল এই আংটি।

০৫ ০৭
সাউথ ওয়েস্ট হেরিটেজ ট্রাস্টের এক কর্মকর্তা সিওরস্টাইড হেওয়ার্ড ট্রেভারদেন বলেন, “সমারসেটে আগেও নানান ধরনের প্রাচীন আংটি পাওয়া গিয়েছে। কিন্তু সেগুলির সঙ্গে এই আংটির বিস্তর ফারাক।”

সাউথ ওয়েস্ট হেরিটেজ ট্রাস্টের এক কর্মকর্তা সিওরস্টাইড হেওয়ার্ড ট্রেভারদেন বলেন, “সমারসেটে আগেও নানান ধরনের প্রাচীন আংটি পাওয়া গিয়েছে। কিন্তু সেগুলির সঙ্গে এই আংটির বিস্তর ফারাক।”

০৬ ০৭
ইতিমধ্যেই আংটিটি চলে গিয়েছে ব্রিটিশ মিউজিয়াম কর্তৃপক্ষের কাছে। বর্তমানে এই সোনার আংটির মূল্য কত হতে পারে, তা খতিয়ে দেখছেন মিউজিয়াম কর্তৃপক্ষ। তবে যে মূল্যই দাঁড়াক, জেসন এবং সমারসেটের সেই জমির মালিক দু’জনেই তা সমান ভাবে ভাগ করে নেবেন।

ইতিমধ্যেই আংটিটি চলে গিয়েছে ব্রিটিশ মিউজিয়াম কর্তৃপক্ষের কাছে। বর্তমানে এই সোনার আংটির মূল্য কত হতে পারে, তা খতিয়ে দেখছেন মিউজিয়াম কর্তৃপক্ষ। তবে যে মূল্যই দাঁড়াক, জেসন এবং সমারসেটের সেই জমির মালিক দু’জনেই তা সমান ভাবে ভাগ করে নেবেন।

০৭ ০৭
শুধু এই আংটিই নয়। ক্রিউক্রেনের কাছে ওই মাঠে খননকার্যের ফলে ৬০টি রোমান মুদ্রাও পাওয়া গিয়েছে। যদিও স্বর্ণমুদ্রার চেয়ে রুপো এবং ব্রোঞ্জ মুদ্রার ব্যবহার রোমানদের মধ্যে অনেক বেশি হওয়ায় খোঁজ পাওয়া মুদ্রার বেশির ভাগই রুপো ও ব্রোঞ্জের।

শুধু এই আংটিই নয়। ক্রিউক্রেনের কাছে ওই মাঠে খননকার্যের ফলে ৬০টি রোমান মুদ্রাও পাওয়া গিয়েছে। যদিও স্বর্ণমুদ্রার চেয়ে রুপো এবং ব্রোঞ্জ মুদ্রার ব্যবহার রোমানদের মধ্যে অনেক বেশি হওয়ায় খোঁজ পাওয়া মুদ্রার বেশির ভাগই রুপো ও ব্রোঞ্জের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE