নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের বাসিন্দা হ্যানা মেরি। মাকে নিয়ে ক্যান্টারবেরির সমুদ্রসৈকতে বেড়াতে বেরিয়েছিলেন। সেই সময় অদ্ভূত দেখতে ওই কঙ্কালটিকে পড়ে থাকতে দেখেন তাঁরা। বোঝাই যাচ্ছিল, জলের তোড়ে ভেসে এসেছে। কাছে গিয়ে দেখেন দু’টি পা, দু’টি ডানা, দু ’পাটি দাঁত এবং একটি লেজ রয়েছে কঙ্কালটিতে। মুখের কাছটা সূচালো।