Advertisement
১৮ মে ২০২৪
International

গোপন বৈঠকে তীব্র উষ্মা নওয়াজ শরিফের, পাক সেনাকে বেনজির হুঁশিয়ারি

পাকিস্তানের সেনাবাহিনীকে নজিরবিহীন হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। হয় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, না হলে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ুন— ‘সর্বশক্তিমান’ সেনাবাহিনীকে এ কথাই নাকি বলেছেন নওয়াজ। পাক সংবাদপত্র ‘ডন’-এ এই খবর প্রকাশিত হয়েছে।

বেনজিরই নয়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিলেন নওয়াজ। বলছে ওয়াকিবহাল মহল। —ফাইল চিত্র।

বেনজিরই নয়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিলেন নওয়াজ। বলছে ওয়াকিবহাল মহল। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৬ ১৪:২৭
Share: Save:

পাকিস্তানের সেনাবাহিনীকে নজিরবিহীন হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। হয় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, না হলে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ুন— ‘সর্বশক্তিমান’ সেনাবাহিনীকে এ কথাই নাকি বলেছেন নওয়াজ। পাক সংবাদপত্র ‘ডন’-এ এই খবর প্রকাশিত হয়েছে। পাকিস্তান সরকারের উচ্চপদস্থ সূত্রকে উদ্ধৃত করে ‘ডন’ এই খবর জানিয়েছে।

মঙ্গলবার নওয়াজ শরিফ একটি উচ্চপর্যায়ের গোপন বৈঠক ডেকেছিলেন বলে খবর। পাক প্রধানমন্ত্রী নিজেই বৈঠকে সভাপতিত্ব করেন। সরকারের গুরুত্বপূর্ণ কয়েক জন মন্ত্রী, কয়েকজন সচিব, এবং পাক সেনা এবং সেনার গুপ্তচর সংস্থা আইএসএআই কর্তারা সেই বৈঠকে ছিলেন। নওয়াজ শরিফের ভাই তথা পাক পঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফও বৈঠকে ছিলেন। পাক সংবাদমাধ্যম জানাচ্ছে, বৈঠকে নজিরবিহীন ভাবে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে সরকার এবং সেনা তথা আইএসআই কর্তাদের মধ্যে। পাক সেনাবাহিনীর আচরণের বিরুদ্ধে সরকারি কর্তাদের এ ভাবে মুখ খুলতে এবং সেনাকে হুঁশিয়ারি দিতে আগে কখনও দেখা যায়নি বলে খবর।

পাকিস্তানের বিদেশ সচিব ওই বৈঠকে প্রথমে একটি প্রেজেন্টেশন তুলে ধরেন। তাতে দেখানো হয়, উরি হামলার পর থেকে পাকিস্তান কী ভাবে দ্রুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা বিশ্ব থেকে। পাক গোটা বিশ্বকে নিজেদের অবস্থান বোঝানোর আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও প্রায় সব বৃহৎ শক্তি কী ভাবে পাকিস্তানকে দূরে ঠেলে দিয়েছে, সে কথাই তুলে ধরেন বিদেশ সচিব।

প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও জেনারেল রাহিল শরিফ। সম্পর্ক কি নতুন বাঁকে?

বিদেশ সচিবের এই প্রেজেন্টেশন শেষ হতেই সরকারের তরফ থেকে সেনাবাহিনী এবং আইএসআই-কে সতর্ক করে দেওয়া হয়। ‘‘সরকার যদি নিষিদ্ধ সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়, তা হলে সেনার নেতৃত্বাধীন গোয়েন্দা সংস্থা যেন কোনও হস্তক্ষেপ না করে।’’ এই বার্তাই দেওয়া হয় সরকারের তরফ থেকে। পঠানকোট জঙ্গি হামলার তদন্ত দ্রুত শেষ করার এবং মুম্বই জঙ্গি হামলার অভিযুক্তদের বিচার ফের শুরু করার নির্দেশও দেওয়া হয় সরকারের তরফে।

নওয়াজ শরিফের ওই গোপন বৈঠক নাকি মোটেই মসৃণ ছিল না। পাক পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফের সঙ্গে আইএসআই কর্তাদের তীব্র বাদানুবাদ হয় বলে ‘ডন’-এ লেখা হয়েছে। জঙ্গিদের প্রশ্রয় দেওয়ার যে অভিযোগকে ঘিরে পাকিস্তান আজ গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হতে বসেছে, তার জন্য আইএসআই তথা সেনাবাহিনীই দায়ী বলে প্রকারান্তরে অভিযোগ করেন শাহবাজ শরিফ। যখনই সরকার সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে কাউকে গ্রেফতার করা হয়, তখনই আইএসআই পিছন থেকে কলকাঠি নেড়ে ধৃতদের ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করে বলে শাহবাজ শরিফ অভিযোগ করেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রীর এই অভিযোগের তীব্র বিরোধিতা হয় আইএসআই-এর তরফ থেকে। দু’পক্ষে তুমুল বাদানুবাদ শুরু হয়ে যায় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ব্যর্থ কেন, বিরোধীদের তোপের মুখে নওয়াজ

বৈঠকে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যেই কয়েক জনের কাছ থেকে ওই উত্তপ্ত পরিস্থিতির খবর পাওয়া গিয়েছে বলে পাক সংবাদমাধ্যমের ইঙ্গিত। তবে যাঁরা সংবাদমাধ্যমকে খবর দিয়েছেন, তাঁরা নিজেদের নাম প্রকাশ করেননি। সেনার সঙ্গে সরকার পক্ষের এমন তুমুল বিতণ্ডা আগে কখনও দেখা যায়নি বলেই তাঁদের মত। যে ভাবে উত্তপ্ত বাক্যবিনিময় চলছিল, তাতে বৈঠকে উপস্থিত অনেকেই নাকি স্তম্ভিত হয়ে যান। পাক সংবাদমাধ্যম নওয়াজ শরিফের এই অবস্থানকে সমর্থন করেও জানাচ্ছে, প্রধানমন্ত্রী অত্যন্ত ঝুঁকিপূর্ণ পথে এগোচ্ছেন। অর্থাৎ, গোটা বিশ্ব থেকে পাকিস্তানের বিচ্ছিন্ন হয়ে পড়ার জন্য যে ভাবে সেনাকে দায়ী করতে শুরু করেছেন নওয়াজ, তাতে পাকিস্তানে ফের সেনা অভ্যুত্থানের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

পাক বিদেশ সচিবও নাকি চমকে দিয়েছেন অনেককে। পাকিস্তানের কূটনীতিকরা এবং রাষ্ট্রদূতরা সরকারের অবস্থানের তোয়াক্কা না করে বিভিন্ন মঞ্চে যে ভাবে পাক সেনার পিঠ চাপড়াচ্ছেন, বিদেশ সচিবের অবস্থান কিন্তু তার চেয়ে আলাদা ছিল। চিন পাকিস্তানের পাশে দাঁড়ালেও, সন্ত্রাসের প্রশ্নে যে ইসলামাবাদকে নীতি বদলাতেই হবে, বেজিং-ও খুব স্পষ্ট করে সে বার্তা দিয়েছে বলে পাক বিদেশ সচিব বৈঠকে জানান। সেনা সন্ত্রাসে ইন্ধন জোগাতে থাকলে যে চিনের সমর্থন নিয়েও সংশয় দেখা দেবে, পাক বিদেশ সচিব সে কথাই স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE