Advertisement
E-Paper

ইরাকে আরও ১৫০০ সেনা পাঠাচ্ছে পেন্টাগন

ইরাকের সেনা ও কুর্দ বাহিনীকে প্রশিক্ষণ দিতে আরও ১৫০০ মার্কিন সেনাকে বাগদাদে পাঠাচ্ছে পেন্টাগন। হোয়াইট হাউসের তরফে আজ জানানো হয়েছে, এই অতিরিক্ত মার্কিন সেনাকে কখনওই যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে না। ইরাকের রাজধানী বাগদাদ এবং সংলগ্ন আনবার প্রদেশের মার্কিন সেনাছাউনিতে থেকেই তারা জঙ্গিনিধনে সাহায্য করবে জাতীয় সেনা ও কুর্দ বাহিনীকে। পাশাপাশি, জঙ্গিদের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে তাদের আধুনিক অস্ত্রচালনা প্রশিক্ষণও দেবে মার্কিন বাহিনী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৪ ০১:৩০

ইরাকের সেনা ও কুর্দ বাহিনীকে প্রশিক্ষণ দিতে আরও ১৫০০ মার্কিন সেনাকে বাগদাদে পাঠাচ্ছে পেন্টাগন।

হোয়াইট হাউসের তরফে আজ জানানো হয়েছে, এই অতিরিক্ত মার্কিন সেনাকে কখনওই যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে না। ইরাকের রাজধানী বাগদাদ এবং সংলগ্ন আনবার প্রদেশের মার্কিন সেনাছাউনিতে থেকেই তারা জঙ্গিনিধনে সাহায্য করবে জাতীয় সেনা ও কুর্দ বাহিনীকে। পাশাপাশি, জঙ্গিদের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে তাদের আধুনিক অস্ত্রচালনা প্রশিক্ষণও দেবে মার্কিন বাহিনী। পেন্টাগন সূত্রের খবর, ইরাকে আগেই ১৪০০ সেনাকে মোতায়েন করার নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ বার সেই সংখ্যাটা গিয়ে দাঁড়াল ২৯০০-এ। প্রসঙ্গত, এত দিন ইরাকে ১৬০০-র বেশি মার্কিন সেনা মোতায়েনের সম্মতি দিত না মার্কিন কংগ্রেস। তবে সম্প্রতি সেই সংখ্যা বাড়িয়ে ৩১০০ করা হয়। আর তার পরেই নতুন করে অতিরিক্ত বাহিনী পাঠানোর সিদ্ধান্তে সিলমোহর লাগালেন ওবামা।

হোয়াইট হাউসের তরফে আজ একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, আইএসআইএস (ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া) নিধনে মার্কিন কংগ্রেসের কাছে অতিরিক্ত ৫০০ কোটি ৬০০ লক্ষ ডলারের আবেদনও করা হয়েছে। ওই বিবৃতি অনুসারে, “ইরাকের সরকারের আবেদন এবং পরামর্শদাতা চাক হেগেলের সুপারিশ মেনে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট।” পাশাপাশি, ওবামার বাজেট ডিরেক্টর শন ডোনোভান জানিয়েছেন, জঙ্গিনিধনের লক্ষে মার্কিন কংগ্রেসের আর্থিক সাহায্যেরও প্রত্যাশা করছেন তিনি।

সূত্রের খবর, এই নতুন বাহিনী সিরিয়ার সীমান্তবর্তী আনবার প্রদেশেও নজরদারি চালাবে। পাশাপাশি খেয়াল রাখবে সিরিয়া পরিস্থিতির উপরেও।

pentagon irq washington Obama Send 1500 More Troops army international news online news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy