Advertisement
২০ মে ২০২৪

গুলি করে খুন পাক সাংবাদিককে

নিজের বাড়ির বাইরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন পাক সাংবাদিক আফতাব আলম। অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী মোটরবাইকে এসে খুব কাছ থেকে গুলি করে তাঁকে।

সংবাদ সংস্থা
করাচি শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৫ ০২:৫১
Share: Save:

নিজের বাড়ির বাইরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন পাক সাংবাদিক আফতাব আলম। অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী মোটরবাইকে এসে খুব কাছ থেকে গুলি করে তাঁকে।

৪২ বছরের আফতাব জিও নিউজ-এর সাংবাদিক ছিলেন। এ ছাড়াও অন্য সংবাদ চ্যানেলেও কাজ করেছেন তিনি। গত বছর জিও নিউজ-এর সংবাদ উপস্থাপক হামিদ মিরের উপরেও একই কায়দায় হামলা চালানো হয়েছিল। জখম হলেও সে যাত্রা বেঁচে যান হামিদ।

বুধবার করাচির নর্থ সেক্টরের কাছে নিজের ছেলেমেয়েদের বাড়িতে নামিয়ে গাড়ি ঘোরাচ্ছিলেন আফতাব। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। মাথায়, ঘাড়ে এবং বুকে পর পর গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আফতাবকে মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি, পরিকল্পনা করেই আফতাবের উপরে হামলা চালানো হয়েছে। গত দু’দিনে এই নিয়ে সংবাদমাধ্যমের দুই কর্মীর উপরে হামলা চালিয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। গত কাল রাতে করাচির বাহাদুরবাদ এলাকায় জিও টিভিরই একটি ভ্যানে চড়াও হয় মোটরবাইক আরোহী বন্দুকবাজের দল। পর পর ন’টি গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ভ্যানে থাকা সিনিয়র ইঞ্জিনিয়ার আর্শাদ আলি জাফরির দেহ। জখম হন চালকও। গুলি মেরে চম্পট দেয় দুষ্কৃতীরা।

পুলিশকে তাদের দ্রুত ধরার নির্দেশ দিয়েছেন সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল আনোয়ার খান। আফতাব এবং আর্শাদের ঘটনা ফিরিয়ে এনেছে গত বছরের এমনই একটি তিক্ত ঘটনার স্মৃতি। উত্তর নাজিমাবাদে আর একটি সংবাদ চ্যানেলের ভ্যানেও একই ভাবে হামলা হয়। ভ্যানের মধ্যেই প্রাণ হারান দুই কর্মী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pakistan journalist Geo news
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE