আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে বোমাবাজির অভিযোগ উঠল পাকিস্তানি সেনার বিরুদ্ধে! আফগানিস্তানের নানগরহর এবং খোস্ত প্রদেশে পাক সেনা বোমা ফেলেছে বলেও অভিযোগ। পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ওই ঘটনায় তিন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। জখম হয়েছেন আরও সাত জন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে আফগানিস্তান। ইসলামাবাদকে সতর্ক করে কাবুল জানিয়ে দিয়েছে, এই ধরনের ‘দায়িত্বজ্ঞানহীন কাজের’ পরিণাম ভুগতে হতে পারে। কাবুলে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকেও ডেকে সতর্ক করে দিয়েছে তালিবান সরকার।
আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলিতে জানানো হচ্ছে, বুধবার রাতে নানগরহর প্রদেশে বসতি এলাকায় ড্রোন হামলা হয়। সীমান্তবর্তী গ্রামের একটি বাড়িতে বোমা পড়ে অন্তত তিন জনের মৃত্যু হয়। কারা ড্রোন হামলা চালিয়েছিল, তা প্রাথমিক ভাবে জানা যায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলি বিভিন্ন সূত্রের ভিত্তিতে জানায়, নানগরহর, খোস্ত এবং কুনার প্রদেশে ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ (টিটিপি) এবং হাফিজ গুল বাহাদুর গোষ্ঠীর সদস্যদের উপর ড্রোন হামলা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল, পাকিস্তানি সেনাই ওই হামলা চালিয়েছে। এ বার তালিবান সরকারও আঙুল তুলল পাকিস্তানের দিকেই।
বুধবার রাতের ওই হামলার বিষয়ে এখনও পর্যন্ত পাকিস্তানের তরফে কোনও মন্তব্য প্রকাশ্যে আসেনি। তবে তালিবান বিদেশ মন্ত্রক সমাজমাধ্যমে জানিয়েছে, পাকিস্তানি সেনা আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। ডুরান্ড লাইনের (আফগানিস্তান-পাকিস্তান সীমান্তরেখা) কাছে সাধারণ নাগরিকদের উপর বোমা হামলা চালিয়েছে। তালিবান সরকার এর তীব্র নিন্দা জানিয়েছে। এই ধরনের কাজকে আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন এবং উস্কানিমূলক কাজ বলে বিবেচনা করছে তালিবান সরকার। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের উপযুক্ত পরিণতি অনিবার্য।
আরও পড়ুন:
তালিবান বিদেশ মন্ত্রক এ-ও জানিয়েছে, এই ঘটনার কারণে বৃহস্পতিবার কাবুলে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে। তাঁকে এ বিষয়ে নিজেদের অবস্থানও জানিয়ে দিয়েছে আফগানিস্তানের তালিবান সরকার। বস্তুত, বিদ্রোহী গোষ্ঠী টিটিপি-র যোদ্ধাদের সঙ্গে দীর্ঘদিন ধরেই সংঘর্ষ চলছে পাকিস্তান সেনার। আফগানিস্তান লাগোয়া পাকিস্তানি ভূখণ্ডেও এই গোষ্ঠী যথেষ্ট সক্রিয়। প্রায়শই, টিটিপি-র বিরুদ্ধে অভিযান চালায় পাকিস্তানি বাহিনী। সম্প্রতি টিটিপি-র ডেরায় হামলা চালাতে গিয়ে পাক সেনার কোয়াডকপ্টার (ড্রোন) নিজেদের ভূখণ্ডেই অসামরিক পশতুন জনবসতিতে বোমা ফেলেছিল বলে অভিযোগ। ওই ঘটনায় অন্তত সাত শিশু এবং কয়েক জন মহিলা-সহ মোট ২২ জন গ্রামবাসী জখম হন।