Advertisement
০৫ মে ২০২৪

স্পেনে ক্ষমতায় বামপন্থী সানচেজ়

আধুনিক স্পেনের ইতিহাসে এ ভাবে আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘটনা নজরবিহীন। তাঁর জায়গায় ক্ষমতায় এলেন সোশ্যালিস্ট পার্টির পেদ্রো সানচেজ়।

পেদ্রো সানচেজ়

পেদ্রো সানচেজ়

সংবাদ সংস্থা
মাদ্রিদ শেষ আপডেট: ০৩ জুন ২০১৮ ০২:৩৮
Share: Save:

সংসদে আস্থা ভোটে হেরে স্পেনের প্রধানমন্ত্রীর আসন ছাড়তে বাধ্য হলেন মারিয়ানো রাহয়। আধুনিক স্পেনের ইতিহাসে এ ভাবে আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘটনা নজরবিহীন। তাঁর জায়গায় ক্ষমতায় এলেন সোশ্যালিস্ট পার্টির পেদ্রো সানচেজ়। শনিবার বাইবেল বা যিশুর মূর্তি ছাড়াই আগামী দু’বছর সংবিধান রক্ষার শপথ নিলেন ৪৬ বছরের এই বামপন্থী নেতা। আধুনিক স্পেনের ইতিহাসে এই ঘটনাও আগে ঘটেনি।

রাহয়ের রক্ষণশীল পপুলার পার্টির বিরুদ্ধে ব্যাপক আর্থিক তছরুপের অভিযোগে ক্ষোভ জমছিল বহুদিন ধরেই। যার জেরে সংসদে অনাস্থা প্রস্তাব আনেন সানচেজ়। শুক্রবার সেই প্রস্তাবের পক্ষে ১৮০ জন ও বিপক্ষে ১৬৯ জন রায় দেন। আরও ছ’টি দলের সমর্থন নিয়ে ৬৩ বছরের রাহয়কে পরাজিত করেন ক্ষমতায় আসেন তিনি।

১৯৭৫ সালে একনায়ক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মৃত্যুতে সামরিক শাসন থেকে গণতন্ত্রের পথে ফেরে স্পেন। দেশের সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিলেন পেড্রো সানচেজ়। আগামী সপ্তাহে মন্ত্রিসভা গঠন করার কথা তাঁর। কিন্তু ৩৫০ সদস্যের পার্লামেন্টে সানচেজ়ের সোশ্যালিস্ট পার্টির হাতে রয়েছে মাত্র ৮৪টি আসন। তাই সরকার চালাতে বা আইন পাশ করাতে গিয়ে সঙ্কটে পড়ার আশঙ্কা রয়েছে। রাহয়ের সময়ে তৈরি হওয়া কড়া আর্থিক বাজেটকে সমর্থন করার যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন, ধাক্কা লাগাতে পারে তাতেও। শনিবার মাদ্রিদে একটি অনুষ্ঠানে সানচেজ় বলেন, ‘‘সম্মান ও সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি নিচ্ছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE