Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Pictures of nurses

করোনাভাইরাসের সঙ্গে লড়তে লড়তে মুখের ‘আকৃতি’ বদলে যাচ্ছে নার্সদের!

দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকার কারণে আর এক নার্সের নাকের উপর রক্ত জমে থাকতে দেখা যাচ্ছে। কারও এমন ক্ষত তৈরি না হলেও গভীর দাগ ফুটে উঠতে দেখা গিয়েছে। চোখে মুখে ক্লান্তির ছাপও স্পষ্ট।

করোনাভাইরাসের চিকিসার দায়িত্বে থাকা নার্সরা। ছবি: টুইটার থেকে নেওয়া।

করোনাভাইরাসের চিকিসার দায়িত্বে থাকা নার্সরা। ছবি: টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ ২০:০৫
Share: Save:

প্রতিদিন মৃতের সংখ্যা বাড়ছে চিনে। আবার নতুন উদ্যমে লড়াই চলছে করোনাভাইরাসের বিরুদ্ধে। আর প্রতিদিন নিজেদের একটু একটু করে নিংড়ে দিচ্ছেন সেখানকার চিকিত্সক, নার্স, চিকিত্সাকর্মী থেকে সাধারণ মানুষ। এমনই নানান ছবি উঠে আসছে সংবাদমাধ্যম আর সোশ্যাল মিডিয়ায়। তারই মধ্যে একটি পোস্টে দেখা গেল, কী ভাবে চিনের নার্সরা নিজেদের মুখের আকৃতিই প্রায় পরিবর্তন করে ফেলেছেন করোনাভাইরাসের সঙ্গে লড়তে লড়তে।

পিপল্স ডেইলি চায়না-র টুইটার হ্যান্ডলে কয়েকটি ছবি পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে দীর্ঘ সময় মাস্ক পরে থাকার কারণে মুখের উপর নানান জায়গায় কী ভাবে তার দাগ বসে গিয়েছে। এক নার্সের চোখের নীচে একটি ব্যান্ডেজ দেখা যাচ্ছে। মাস্ক পরেই সম্ভবত সেখানে ক্ষত তৈরি হয়ে গিয়েছিল। তার জন্যই তিনি ব্যান্ডেজ করে রেখেছেন সেখানে।

আরও পড়ুন: প্রথমবার মায়ের গলা শুনে চমকে গেল শিশু, ভিডিয়ো দেখলেন এক কোটি নেটাগরিক!

দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকার কারণে আর এক নার্সের নাকের উপর রক্ত জমে থাকতে দেখা যাচ্ছে। কারও এমন ক্ষত তৈরি না হলেও গভীর দাগ ফুটে উঠতে দেখা গিয়েছে। চোখে মুখে ক্লান্তির ছাপও স্পষ্ট।

আরও পড়ুন: সমুদ্রের ঢেউয়ে ভেসে এল রহস্যময় প্রাণীর কঙ্কাল, ক্যামেরাবন্দি করলেন মহিলা!

টুইটের পোস্টে লেখা হয়েছে, নার্সদের এই লড়াই কোটি কোটি মানুষের প্রাণ বাঁচাচ্ছে, তাঁদের প্রশংসা পাচ্ছেন। এই দেবদূতদের সেলাম।

দেখুন সেই পোস্ট:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pictures Viral Coronavirus China
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE