Advertisement
E-Paper

সিয়ালকোটে ভুয়ো পিৎজ়া হাট উদ্বোধন পাক প্রতিরক্ষামন্ত্রীর! ফিতে কাটার পরেই বিবৃতি দিল মার্কিন সংস্থা, অস্বস্তিতে প্রশাসন

পাকিস্তানে পিৎজ়া হাটের ১৬টি দোকান রয়েছে। তার মধ্যে ১৪টি লাহৌরে এবং দু’টি ইসলামাবাদে। সিয়ালকোটে নতুন একটি দোকান উদ্বোধন করেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। তাতেই বিতর্ক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৬:২৩
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সিয়ালকোটে পিৎজ়া হাটের দোকান উদ্বোধন করেছেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সিয়ালকোটে পিৎজ়া হাটের দোকান উদ্বোধন করেছেন। ছবি: ভিডিয়ো থেকে।

আমেরিকার জনপ্রিয় পিৎজ়া সরবরাহকারী সংস্থা পিৎজ়া হাটের নামে নকল একটি রেস্তরাঁ উদ্বোধন করে বিতর্কে জড়ালেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। সম্প্রতি সিয়ালকোটে পিৎজ়া হাটের একটি দোকান উদ্বোধন করেছেন তিনি। সমাজমাধ্যমে সেই ছবি এবং ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল। দোকানের সামনে ফিতেও কাটতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু তার পরেই সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়, ওই দোকানটি ভুয়ো। আদৌ সিয়ালকোটে পিৎজ়া হাটের অনুমোদিত কোনও দোকান নেই।

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, মন্ত্রী দোকানে আসছেন। তাঁকে ঘিরে রয়েছে কর্মী এবং অনুগামীরা। পিৎজ়া হাটের চেনা লোগো ওই দোকানে রয়েছে। সাজানো হয়েছে অজস্র বেলুন দিয়ে। দোকানের সামনে পৌঁছে ফিতে কাটেন মন্ত্রী নিজে। সকলে হাততালি দিয়ে ওঠেন। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। এর পর পাকিস্তান পিৎজ়া হাটের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে সিয়ালকোটের এই দোকানটিকে অননুমোদিত এবং ভুয়ো বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে মার্কিন সংস্থা লিখেছে, ‘‘পিৎজ়া হাট পাকিস্তান তাদের ক্রেতাদের উদ্দেশে জানাচ্ছে, পিৎজ়া হাটের নাম এবং লোগো ব্যবহার করে সিয়ালকোটে একটি ভুয়ো দোকান খোলা হয়েছে। এর সঙ্গে পিৎজ়া হাট ব্র্যান্ডের কোনও সম্পর্ক নেই। তা আমাদের খাদ্য প্রস্তুতের প্রণালী, প্রোটোকল, খাদ্য সুরক্ষার শর্ত মেনে চলে না।’’ বিভিন্ন জায়গায় নাম বা ব্র্যান্ডের অপব্যবহারের বিরুদ্ধে সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে অভিযোগও দায়ের করা হয়েছে। পাকিস্তানে এই মুহূর্তে পিৎজ়া হাটের ১৬টি দোকান রয়েছে। তার মধ্যে লাহৌরে রয়েছে ১৪টি এবং ইসলামাবাদে রয়েছে দু’টি। সংস্থার বিবৃতি প্রকাশ্যে আসার পর পাক মন্ত্রীর কার্যকলাপে হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। তবে সরকারি ভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

Pizza Hut Pakistan Khawaja Asif Sialkot
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy