বাংলাদেশে মুহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের সর্বাত্মক প্রতিবাদে নামার নির্দেশ দিলেন আওয়ামী লীগ প্রধান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার একটি অডিয়ো বার্তায় তাঁর নির্দেশ, ‘‘প্রতিদিন মিটিং-মিছিল করতে হবে। দলীয় লিফলেট প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, প্রতিবাদ করে যেতে হবে। সমানে সমানে না হলে টিকে থাকা যাবে না। সেই ভাবে প্রস্তুত হয়ে থাকুন। যাঁরা আপনাদের উপরে হামলা করছে, তাঁদেরও উপযুক্ত জবাব দিতে হবে।’’
মিনিট পনেরোর অডিয়ো বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ‘ক্ষমতালোভী’, ‘সাজাপ্রাপ্ত আসামি’ বলতেও ছাড়েননি হাসিনা। ইউনূসের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন তিনি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর অভিযোগ, ‘‘আমাকে খুনের চক্রান্ত করে ক্ষমতা দখল করেছেন উনি (ইউনূস)।’’ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর কটাক্ষ, ‘‘আমার বিরুদ্ধে সাড়ে চারশোর মতো মামলা। সব খুনের মামলা। যাঁরা খুন হয়েছেন, তাঁরা আবার তাজা হয়ে ফিরেও আসছেন, কেউ বিয়ে করেছেন, কেউ বক্তৃতা দিচ্ছেন। এই হল মামলার নমুনা।’’ রাখাইন করিডরের যৌক্তিকতা নিয়েও ইউনূসকে কাঠগড়ায় তুলতে ছাড়েননি হাসিনা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)