সে দেশের বিমান পরিচালন সংস্থা ‘এয়ার চার্টার সিঙ্গাপুর’-এর ডিরেক্টর স্টিফেন উড বলেছেন, ‘‘এই উড়ানে এ-৩৫০ এয়ারবাস ব্যবহার করা হবে। যৌথ উদ্যোগে উড়ানটি পরিচালনা করতে সিঙ্গাপুর এয়ারলাইনস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছিলাম। দেখলাম ওঁরা নিজ উদ্যোগেই ওই উড়ান চালু করতে চান।’’ সিঙ্গাপুর এয়ারলাইনস জানিয়েছে, দেশের পর্যটন দফতরকে এই ‘নো ডেস্টিনশন ফ্লাইট’-এর যৌথ অংশীদার করার বিষয়টি তাদের ভাবনায় রয়েছে। যাত্রীদের ‘ট্যুরিজম ক্রেডিট’ হিসেবে যে ছাড় দেওয়া হবে, তার একাংশ সিঙ্গাপুর সরকার বহন করবে।
আরও পড়ুন: কিমের দেশে করোনা-দাওয়াই বন্দুকের নলে!
করোনা সংক্রমণের কারণে বিমান চলাচল বন্ধ হওয়ায় বিশ্বের অন্য বিমান সংস্থাগুলির মতোই প্রবল আর্থিক ক্ষতির মুখে পড়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। সম্প্রতি সংস্থার প্রায় ৪,৩০০টি পদ তুলে দেওয়া হয়েছে। ছাঁটাই হয়েছেন ২,৪০০ কর্মী। নতুন নিয়োগ পুরোপুরি বন্ধের কথাও ঘোষণা করা হয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইনসের ইতিহাসে যা নজিরবিহীন। এই পরিস্থিতিতে বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দর চাঙ্গি থেকে এই ‘দিশাহীন উড়ান’ পর্যটক আকর্ষণে সফল হবে বলে এয়ারলাইনস কর্তৃপক্ষের আশা। সঙ্কটের মুখেও এই ‘ফ্লাইটস টু নোহোয়্যার’-এর অনেকটাই আর্থিক দায় বহন করছেন তাঁরা।
‘নো ডেস্টিনেশন ফ্লাইট’-এর যাত্রীদের জন্য গাড়ি এবং জলযানে যাতায়াতের ব্যবস্থাও রাখছে বিমান পরিচালনা সংস্থাটি। শুধু কোভিড পরিস্থিতি নয়, সিঙ্গাপুর এয়ারলাইনস আগেও বিভিন্ন সময়ে সামাজিক দায়বদ্ধতা থেকে নানা পদক্ষেপ করেছে। ২০১৫ সালে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং আর্থিক সঙ্গতিহীন প্রবীণদের জন্য নিখরচার উড়ান চালু করেছিল তারা।
আরও পড়ুন: ফের সাড়ে ৯৭ হাজার নতুন আক্রান্ত, ২৪ ঘণ্টায় সুস্থ ৮১ হাজার
সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর এমনিতেই দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় ‘হলিডে ডেস্টিনেশন’। ১০০টি দেশের ৩৮০টি বিমানবন্দরের সঙ্গে যুক্ত চাঙ্গিতে পর্যটকদের মনোরঞ্জনেরও নানা বন্দোবস্ত রয়েছে। বিমানবন্দরের ছাদে রয়েছে বিশাল সুইমিং পুল। পাশাপাশি স্পা, ফুট ম্যাসাজ ও আনুষঙ্গিক আয়োজন। টার্মিনাল ২-এর অর্কিডের বাগান টেক্কা দিতে পারে অনেক বটানিক্যাল গার্ডেনকে। ‘বাটারফ্লাই গার্ডেন’-এ রয়েছে দেশবিদেশের কয়েকশো প্রজাতির প্রজাপতি। বিমানবন্দরের অন্দরে চারতলা ‘স্লাইড’ এবং ছোটদের জন্য ‘প্লে-রুম’। আগত যাত্রীদের সেলফি-পোস্ট অবিরত দেখানো হয় ‘জায়ান্ট স্ক্রিনে’।
উড়ান ছাড়তে দেরি হলে যাত্রীদের বিনামূল্যে সিনেমা দেখান চাঙ্গি বিমানবন্দর কর্তৃপক্ষ। সে জন্য রয়েছে বড়সড় থিয়েটার হল। বিশ্বের সমস্ত বড় ব্র্যান্ডের শো-রুম এবং পৃথিবী বিখ্যাত রেস্তোরাঁ চেনগুলির আউটলেটও রয়েছে বিমানবন্দরে। ফলে সিঙ্গাপুর এয়ারলাইনসের এই উড়ান-উদ্যোগ জনপ্রিয়তা পেতে পারে বলে মনে করা হচ্ছে।