Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Sri Lanka

শ্রীলঙ্কায় হামলার আগে জঙ্গিদের শপথ নেওয়ার ভিডিয়ো প্রকাশ আইএসের

আইএসের প্রকাশিত সেই ভিডিয়োতে, হাতে হাত রেখে হামলার জন্য শপথ নিতে দেখা যাচ্ছে আট জন জঙ্গিকে। মনে করা হচ্ছে, শপথ নেওয়া ওই জঙ্গিরা শ্রীলঙ্কাতে আত্মঘাতী বোমারু হয়ে হামলা চালিয়েছে।

শপথ নিচ্ছে আইএসের জঙ্গিরা। ছবি আইএসের প্রকাশিত ভিডিয়োর দৃশ্য।

শপথ নিচ্ছে আইএসের জঙ্গিরা। ছবি আইএসের প্রকাশিত ভিডিয়োর দৃশ্য।

সংবাদ সংস্থা
কলম্বো শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ১৫:২৬
Share: Save:

দায় স্বীকারের পর প্রকাশ করা হল ভিডিয়ো। শ্রীলঙ্কায় তিনটি গির্জা-সহ আট জায়গায় ধারাবাহিক বিস্ফোরণের দায় স্বীকার করেছিল ইসলামিক জঙ্গি সংগঠন আইএস। তার পরই তাদের নিউজ এজেন্সি ‘আমাক’-এর তরফে হামলায় অংশ নেওয়ার জন্য জঙ্গিদের শপথের ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। ভিডিয়ো প্রকাশ করে তারা লিখেছে, ‘ইসলামিক স্টেটের যোদ্ধারা।’ অনলাইন চ্যাটরুমের মাধ্যমে সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে।

আইএসের প্রকাশিত সেই ভিডিয়োতে, হাতে হাত রেখে হামলার জন্য শপথ নিতে দেখা যাচ্ছে আট জন জঙ্গিকে। মনে করা হচ্ছে, শপথ নেওয়া ওই জঙ্গিরা শ্রীলঙ্কাতে আত্মঘাতী বোমারু হয়ে হামলা চালিয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, শপথ নেওয়া জঙ্গিদের সকলের পরনে রয়েছে কালো পোশাক। এক জন বাদে বাকি সকলের মুখ সাদা-কালো কাপড়ে ঢাকা। ভিডিয়োতে মুখ খোলা থাকা ব্যক্তি বাকিদের শপথ নিতে নেতৃত্ব দিচ্ছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, শপথে নেতৃত্ব দেওয়া ওই ব্যক্তিই জাহরান হাশিম। যিনি শ্রীলঙ্কার মৌলবাদী সংগঠন ন্যাশনাল তৌহিদ জামাত বা এনটিজে-র প্রধান। তাকেই ইস্টারের দিনে শ্রীলঙ্কায় আত্মঘাতী হামলারও মাস্টারমাইন্ড বলে মনে করা হচ্ছে। আইএসের প্রকাশিত সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাতে হাত রেখে ওই আট জঙ্গি আইএস নেতা আবু বকর আল-বাগদাদির নামে শপথ নিচ্ছে।

ইস্টারের সকালে গত রবিবার শ্রীলঙ্কার তিনটি গির্জা-সহ আট জায়গায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটায় সাত আত্মঘাতী জঙ্গি। তাতে এখনও পর্যন্ত ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫০০ জন।

আরও পড়ুন: গির্জায় হামলা হতে পারে, বিস্ফোরণের দু’ঘণ্টা আগেই শ্রীলঙ্কাকে সতর্ক করেছিল ভারত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sri Lanka Sri Lanka Blast ISIS
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE