Advertisement
২৬ সেপ্টেম্বর ২০২৩
Tipu Sultan's Sword

নিলামে টিপুর তরবারি, দাম ১৪০ কোটি টাকা

টিপু সুলতানের ব্যক্তিগত সামগ্রীর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই তরবারিটি। আঠারো শতকে একাধিক যুদ্ধে জয় এনে দিয়েছিল এটি।

Sword of Tipu Sultan

নিলামে ওঠা টিপু সুলতানের সেই তরবারি। ছবি: সোশ্যাল মিডিয়া।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২৬ মে ২০২৩ ০৭:৩৫
Share: Save:

১৪০ কোটি টাকায় বিক্রি হল টিপু সুলতানের তরবারি।

সম্প্রতি লন্ডনের অকশন হাউস বনহামস নিলামে তুলেছিল আঠারো শতকের মহীশূরের শাসক টিপু সুলতানের তরবারি। সংস্থাটি আজ জানিয়েছে, নিলামে তারা যে অঙ্কের অর্থ উঠবে বলে অনুমান করেছিল, তার প্রায় সাত গুণ দাম উঠেছিল।

টিপু সুলতানের ব্যক্তিগত সামগ্রীর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই তরবারিটি। আঠারো শতকে একাধিক যুদ্ধে জয় এনে দিয়েছিল এটি। ১৭৭৫ থেকে ১৭৭৯ সাল পর্যন্ত মারাঠাদের বিরুদ্ধে একাধিক বার লড়েছিলেন টিপু সুলতান। ‘বনহামস’-এর ইসলামিক ও ভারতীয় শিল্পকলা ও নিলাম বিষয়ক প্রধান অলিভার হোয়াইট জানিয়েছেন, এই তরবারি টিপু সুলতানের প্রাসাদের একটি ব্যক্তিগত কক্ষে পাওয়া গিয়েছিল। সংস্থার আর এক কর্ত্রী নিমা সাগারচির কথায়, ‘‘তরবারিটি সে সময়ের অসাধারণ ইতিহাস বহন করে। এর গায়ের কারুকাজ অপূর্ব। নিলামে দারুণ টক্কর চলেছে। আর সেটা খুবই স্বাভাবিক, এমন জিনিসের জন্য লড়াই হবেই। সাময়িক ভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল নিলামঘর, যার ফলাফল দেখে আমরা খুবই খুশি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE