
ফোটোগ্রাফারের চোখ বলে কথা। সে চোখ যে কোথায় কোথায় যেতে পারে তা আন্দাজ করা বড়ই দুষ্কর। আর তাই তো তাঁদের হাত দিয়ে উঠে আসে হরেক কিসিমের ছবি। প্রকৃতির খেলা, মানুষের জীবনযাপন, পশুপক্ষীদের খামখেয়ালিপনা দিয়ে যেন আলাদা ক্যানভাস তৈরি করে ফেলেন ফোটোগ্রাফাররা। বার বার গুলিয়ে যায়, হাতে আঁকা নাকি ক্যামেরায় ক্লিক। তেমনই কিছু অবিশ্বাস্য ছবি দেখে নেওয়া যাক।