তরুণ কনজ়ারভেটিভ নেতা চার্লি কার্ককে প্রকাশ্যে হত্যার কিছু সময়ের মধ্যেই ইউরোপের চারটি বামপন্থী দলকে জঙ্গিগোষ্ঠী ঘোষণা করল আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যদিও আমেরিকার মাটিতে ইউরোপের ওই দলগুলির কোনও অস্তিত্ব নেই বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।
বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তরফে জানানো হয়েছে, আমেরিকার সরকার চারটি স্বঘোষিত ‘অ্যান্টিফা’ (ফ্যাসিবাদ বিরোধী) দলকে ‘জঙ্গি গোষ্ঠী’র তকমা দিতে চলেছে। আগামী দিনে এই দলগুলির বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করা হতে পারে। এ দিনের প্রেস বিবৃতিতে জানানো হয়, নানা সময়ে বাড়িতে তৈরি বিস্ফোরক, বন্দুক কিংবা অন্য অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে ওই দলগুলির তরফে।
মার্কসবাদে বিশ্বাসী ওই দলগুলিকে তাই ‘জঙ্গি গোষ্ঠী’ হিসেবেই দেখছে ট্রাম্প সরকার। প্রশাসনের তরফে এ-ও জানানো হয়েছে, আগামী দিনে যদি কোনও সংস্থা ওই গোষ্ঠীগুলির সঙ্গে আর্থিক লেনদেন করে, তা হলেও তা অপরাধ হিসেবে দেখা হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)