অবশেষে জানা গেল অস্কারজয়ী হলিউড অভিনেতা জিন হ্যাকম্যান ও তাঁর পিয়ানোবাদিকা স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃত্যুর কারণ। শুক্রবার দু’জনের দেহের ময়না তদন্তের রিপোর্ট হাতে পেয়েছে নিউ মেক্সিকো পুলিশ। তাতে প্রকাশ, হৃদ্রোগেই মৃত্যু হয়েছে বর্ষীয়াণ অভিনেতার। তাঁর মস্তিষ্কে থাবা বসিয়েছিল অ্যালঝাইমার্সও। তাঁর স্ত্রী বেটসির মৃত্যু হয়েছে হান্টাভাইরাস সংক্রমণে। বিরল এই ভাইরাসটি ইঁদুরের মল থেকে ছড়ায়। কী ভাবে তাঁদের বাড়িতে ছড়াল হান্টাভাইরাস, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জিনের মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগে মৃত্যু হয়েছিল বেটসির। অ্যালঝাইমার্সের কারণে জিন সম্ভবত সেটি অনুধাবন করতে পারেননি। তদন্তে এ-ও প্রকাশ পেয়েছে, দীর্ঘদিন পেটে খাবর পড়েনি জিনের।
সাংবাদিক বৈঠকে নিউ মেক্সিকো পুলিশের তরফে জানানো হয়েছে, বেটসি সম্ভবত ১১ ফেব্রুয়ারি মারা যান। এবং, ময়না তদন্তে প্রকাশ জিন মারা গিয়েছেন ১৮ ফেব্রুয়ারি।
ফেব্রুয়ারি মাসের শেষের দিকে নিউ মেক্সিকোর সান্টা ফে এলাকার একটি আবাসনের কটেজে পোষা কুকুরের সঙ্গে দু’জনের দেহ মেলে। শেরিফের অফিস থেকে ঘটনাস্থলে যান অফিসারেরা। পরে জানা যায়, দেহ দু’টি অভিনেতা জিন এবং ওঁর পিয়ানোবাদিকা স্ত্রী বেটসি আরাকাওয়া-র। জিনের বয়স হয়েছিল ৯৫, বেটসির ৬৩।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)