নীল চোখের সেই চা-ওয়ালাকে এখনও ভোলেননি নিশ্চয়। ডান্সিং আঙ্কেলের নাচের স্টেপগুলোও দেখে যাচ্ছেন তো! নেপালি সবজিওয়ালির লুক হোক বা প্রিয় প্রকাশ বারিয়ারের চাহনি— নেটিজেনদের মনের মণিকোঠায় এখনও জ্বলজ্বল করছেন এঁরা সক্কলে।
এঁদের রেশ কাটতে না কাটতেই হাজির মহম্মদ আরিফ। পাকিস্তানে বাড়ি রং করার কাজ করেন তিনি। তাঁর গানে মন মজেছে নেটপাড়ার লোকজনদের। আর তাতে ভর করে রাতারাতি ভাইরাল মহম্মদ আরিফ।
কাজের মাঝেই আর পাঁচটা মানুষের মতো গুনগুন করে গান করছিলেন আরিফ। সেই গানও আবার বলিউডেরই— হামারি অধুরি কাহানি। কিন্তু দেওয়ালেরও যে কান আছে, সে কথা বোধ হয় ভুলেই গিয়েছিলেন আরিফ। ভিডিয়ো করছিলেন একজন। মুখ দেখাতে একটু লজ্জাই পাচ্ছিলেন আরিফ। তার পর একের পর এক গান গেয়ে ফেললেন। ব্যাস! তার পর আর পায় কে!