Advertisement
১১ মে ২০২৪
nasa

JWST: মহাবিশ্বের চিত্রে অবদান তিন ভারতীয়ের

আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের মতে, ‘‘এই ছবিগুলি বিশ্বকে আবার মনে করিয়ে দেবে আমেরিকা অনেক বড় কাজ করতে পারে।”

হাশিমা হাসান, কল্যাণী সুখাতমে এবং কার্তিক শেঠ।

হাশিমা হাসান, কল্যাণী সুখাতমে এবং কার্তিক শেঠ। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৩ জুলাই ২০২২ ০৫:২০
Share: Save:

মহাবিশ্বের গভীরতম চিত্র তুলেছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। আজ সেগুলির মধ্যে কয়েকটি ছবি প্রকাশ করেছে নাসা। সেইসঙ্গে জানিয়েছে, এই চিত্রগ্রহণে ভূমিকা রয়েছে ভারতীয় বংশোদ্ভূত তিন আমেরিকানের।

আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের মতে, ‘‘এই ছবিগুলি বিশ্বকে আবার মনে করিয়ে দেবে আমেরিকা অনেক বড় কাজ করতে পারে। আর আমাদের পরবর্তী প্রজন্মকে বোঝাবে কোনও কিছুই আমাদের শক্তির অতীত নয়। আগে যেখানে কেউ যাননি সেখানেও আমরা যেতে পারি।’’

নাসা জানিয়েছে, জেমস ওয়েব টেলিস্কোপের ডেপুটি প্রজেক্ট বিজ্ঞানী হাশিমা হাসান। তাঁর জন্ম লখনউয়ে। টেলিস্কোপের ‘মিড ইনফ্রারেড ইনস্ট্রুমেন্ট’-এর দায়িত্বে কল্যাণী সুখাতমে। তিনি বড় হয়েছেন মুম্বইয়ে। প্রোগ্রাম বিজ্ঞানী কার্তিক শেঠও এই টেলিস্কোপের সঙ্গে যুক্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

nasa space
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE