Advertisement
০৮ মে ২০২৪

প্রেসিডেন্ট হলে তিনিই হবেন শেষতম, ট্রাম্পকে খোঁচা জনি ডেপের

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে গোল্লায় যাবে মার্কিন মুলুকের ভবিষ্যৎ। এমনটাই মনে করেন হলিউড অভিনেতা জনি ডেপ। ডোনাল্ড ট্রাম্পের হয়ে রিপাবলিকানরা যতই গলা ফাটান না কেন, তার সঙ্গে মোটেও সহমত নন জনি ডেপ। বরং অস্কার মনোনীত অভিনেতার দাবি, জিতলে ট্রাম্পই হবেন আমেরিকার শেষ প্রেসিডেন্ট।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ মে ২০১৬ ২২:৪৭
Share: Save:

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে গোল্লায় যাবে মার্কিন মুলুকের ভবিষ্যৎ। এমনটাই মনে করেন হলিউড অভিনেতা জনি ডেপ। ডোনাল্ড ট্রাম্পের হয়ে রিপাবলিকানরা যতই গলা ফাটান না কেন, তার সঙ্গে মোটেও সহমত নন জনি ডেপ। বরং অস্কার মনোনীত অভিনেতার দাবি, জিতলে ট্রাম্পই হবেন আমেরিকার শেষ প্রেসিডেন্ট।

‘অ্যালিস থ্রু দ্য লুকিং গ্লাস’-এর প্রমোশন নিয়ে ইদানীং খুবই ব্যস্ত ডেপ। এরই মধ্যে ফিল্ম ছাড়াও দেশের রাজনৈতিক হালহকিকত নিয়েও নিজের মত স্পষ্ট করে জানাতে ছাড়েননি তিনি। পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শিল্পপতি ট্রাম্পের নির্বাচন নিয়ে প্রশ্ন করেছিলেন ব্রিটেনের একটি টিভি চ্যানেলের সাংবাদিক। উত্তরে তাঁর সহজ স্বীকারোক্তি, “প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প নির্বাচিত হলে তা কিন্তু ঐতিহাসিক ব্যাপার হবে।” একই সঙ্গে তাঁর স্বভাবসিদ্ধ রসিকতা দিয়ে ট্রাম্পকে বিঁধতেও ছাড়েননি তিনি। তাঁর কটাক্ষ, “আসলে আমরা তো মার্কিন যুক্তরাষ্ট্রের শেষতম প্রেসিডেন্টকে নির্বাচিত করব। এর পর তো ব্যাপারটাই কাজ করবে না।”

এর আগেও ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছেন ডেপ। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্নোত্তর পর্বের তিনি ট্রাম্পকে ‘বদরাগী ছোড়া’ বলে উল্লেখ করেছিলেন।

আরও পড়ুন

এক্সারসাইজ রেড ফ্ল্যাগ: ভারতীয় বায়ুসেনার দক্ষতা দেখে আশ্চর্য আমেরিকাও!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Johnny Depp Donald Trump
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE