Advertisement
১৭ মে ২০২৪
International News

বার্তা চিনকে, প্রথা ভেঙে ভারতকে বিশেষ ‘মর্যাদা’ আমেরিকার

প্রতিরক্ষায় ও মহাকাশকে অসামরিক ক্ষেত্রে ব্যবহারের জন্য এ বার সর্বাধুনিক মানের মার্কিন প্রযুক্তি কিনতে পারবে দিল্লি। তার জন্য ‘স্ট্র্যাটেজিক ট্রেড অথরাইজেশন-১’ (এসটিএ-১) তালিকায় ভারতের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

-ফাইল চিত্র।

-ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৮ ১৪:৫৩
Share: Save:

চিনকে কড়া রাজনৈতিক বার্তা দিতে ভারতকে তুষ্ট করল আমেরিকা। তার জন্য এমনকি, প্রথাও ভাঙা হল!

প্রতিরক্ষায় ও মহাকাশকে অসামরিক ক্ষেত্রে ব্যবহারের জন্য এ বার সর্বাধুনিক মানের মার্কিন প্রযুক্তি কিনতে পারবে দিল্লি। তার জন্য ‘স্ট্র্যাটেজিক ট্রেড অথরাইজেশন-১’ (এসটিএ-১) তালিকায় ভারতের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ (এনএসজি)-এর সদস্য না হওয়া সত্ত্বেও ভারতের নাম অন্তর্ভুক্ত করা হল এসটিএ-১ তালিকায়। যা নজিরবিহীন। এনএসজি-র সদস্য না হওয়ায় ‘বন্ধু দেশ’ ইজরায়েলকেও এসটিএ-১ তালিকায় রাখেনি আমেরিকা। বিশেষজ্ঞরা বলছেন, এর পরেও ভারতের নাম ওই তালিকায় অন্তর্ভুক্ত করে চিনকে রাজনৈতিক বার্তা দিতে চেয়েছে ট্রাম্প প্রশাসন।

হোয়াইট হাউসের পছন্দের ন্যাটো জোটের দেশগুলি আর এশিয়ার জাপান ও দক্ষিণ কোরিয়ার নামও রয়েছে এই তালিকায়। ভারত ছাড়া যে দেশগুলির নাম রয়েছে এই তালিকায়, তারা সকলেই এনএসজি-র সদস্য। নিয়ম অনুযায়ী, ওই দেশগুলি মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম (এমটিসিআর), অস্ট্রেলিয়া গ্রুপ ও ভাসিনার এগ্রিমেন্টেরও সদস্য। ভারত বাকি তিনটি গ্রুপে থাকলেও এখনও এনএসজি-র সদস্য হতে পারেনি। মার্কিন প্রশাসনের কয়েকটি শর্ত মানতে চায়নি বলে। তবে আমেরিকার সমর্থনের জোরেই এর আগে এমটিসিআর, অস্ট্রেলিয়া গ্রুপ ও ভাসিনার এগ্রিমেন্টের সদস্য হতে পেরেছিল ভারত।

আরও পড়ুন- উঠল মার্কিন নিষেধাজ্ঞা, রুশ অস্ত্র কিনতে পারবে ভারত​

আরও পড়ুন- নীরবে ঠান্ডা যুদ্ধ শুরু করে দিয়েছে চিন, বলল সিআইএ​

এ বার চিনকে বার্তা দিতে ট্রাম্প প্রশাসন শুক্রবার যে বিজ্ঞপ্তি জারি করেছে, তার ফলে, ভারতই একমাত্র পরমাণু শক্তিধর দেশ, যা এনএসজি-র সদস্য না হয়েও এসটিএ-১ তালিকায় ঢুকে পড়ল।

তবে দক্ষিণ এশিয়া থেকে ভারতই প্রথম দেশ ওই তালিকায় গেল। এসটিএ-১ তালিকায় ভারতের স্থান হল ৩৭তম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

US China India এনএসজি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE