Advertisement
২৫ এপ্রিল ২০২৪

শান্তি বা যুদ্ধ, দু’পথেই তৈরি আমেরিকা

প্রস্তুতি সারা। উত্তর কোরিয়াকে ‘শিক্ষা’ দিতে জোটসঙ্গীদের নিয়ে আমেরিকা সব রকম ভাবেই তৈরি বলে আজ ফের জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। পিয়ংইয়ংয়ের বেপরোয়া পরমাণু কর্মসূচি ঠেকাতে নাছোড় ক্যানবেরাও।

সংবাদ সংস্থা
সিডনি শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৭ ০২:৩৮
Share: Save:

প্রস্তুতি সারা।

উত্তর কোরিয়াকে ‘শিক্ষা’ দিতে জোটসঙ্গীদের নিয়ে আমেরিকা সব রকম ভাবেই তৈরি বলে আজ ফের জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। পিয়ংইয়ংয়ের বেপরোয়া পরমাণু কর্মসূচি ঠেকাতে নাছোড় ক্যানবেরাও। অস্ট্রলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকে পাশে নিয়েই এখানে সাংবাদিক বৈঠকে পেন্স বলেন, ‘‘আগের জমানায় কী হয়েছে, ভাবাটা অর্থহীন। ট্রাম্প প্রশাসন এখন সব রকম সম্ভাবনাই খতিয়ে দেখতে চায়। দরকারে সামরিক অভিযানও।’’

কূটনীতিকদের একাংশ এর মধ্যে যুদ্ধের গন্ধ পাচ্ছেন। কিম জং উনকে ঠেকাতে আমেরিকা যে যুদ্ধে যেতে রাজি, তার ইঙ্গিত আগেই মিলেছে। মার্কিন স্ট্রাইক গ্রুপ নিয়ে পেন্স আজ বলেন, ‘‘দিন কয়েকের মধ্যেই জাপান সাগরে এসে পৌঁছবে মার্কিন স্ট্রাইক গ্রুপ।’’ এই এলাকাতেই, চলতি মাসের গোড়ায় পর-পর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া!

যদিও এরই পাশাপাশি পেন্স দাবি করেন, শান্তিপূর্ণ ভাবেও এই সমস্যার সমাধান সম্ভব। তাঁর কথায়, ‘‘চিন এবং আমাদের আঞ্চলিক বন্ধুরা চাপ বাড়ালে উত্তর কোরিয়াকে হয়তো আলোচনার মাধ্যমেই লাগাতার পরমাণু কর্মসূচি থেকে সরিয়ে আনা সম্ভব। এ নিয়ে এখনও পর্যন্ত চিন যা-যা পদক্ষেপ করেছে, তাতে আশার আলোই দেখছি।’’

কিম-প্রশাসনের ‘বিপজ্জনক’, ‘বেপরোয়া’ কারবারে চিন্তিত অস্ট্রেলিয়াও স্থিতি ফেরাতে বাজি রাখছে চিনের উপরেই। ম্যালকম টার্নবুলের কথায়, ‘‘বিশ্ব এখন বেজিংয়ের দিকে তাকিয়ে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

North Korea US
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE