দ্বিপাক্ষিক ব্যবসা, বাণিজ্যের ক্ষেত্রে ভারতকে ‘সবচেয়ে রক্ষণশীল’ বলেই মনে করে আমেরিকা। তাই দ্বিপাক্ষিক বাণিজ্যে আমেরিকার ‘বিশেষ সুবিধাপ্রাপ্ত’ দেশগুলির মধ্যে ভারত আসতে পারবে বলে মনে করেন না মার্কিন বাণিজ্যসচিব উইলবার রস। গত বছর ভারতকে দেওয়া ওই সুবিধা প্রত্যাহার করে নেয় আমেরিকা। রস অবশ্য এও জানিয়েছেন, দু’দেশের পারস্পরিক বাণিজ্যের ‘কিছু কিছু সুবিধা ভারত পেতে পারে।’
বৃহস্পতিবার সংবাদ সংস্থা ‘রয়টার্স’-কে ভারত সফররত মার্কিন বাণিজ্যসচিব রস বলেছেন, ‘‘আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে জেনারালাইজড সিস্টেম অফ প্রেফারেন্সেস (জিএসপি) নামে যে সুবিধা বিভিন্ন দেশকে দেওয়া হয়, তাতে সেই সব দেশের পণ্যাদি যেমন আমেরিকায় ঢুকতে পারে সহজে, তেমনই মার্কিন পণ্যাদিও সেই সব দেশে ঢুকতে পারে অনায়াসে। কিন্তু ভারতের বাজারে সেই সুবিধাটা নেই। এ ব্যাপারে ভারত আবশ্যই রক্ষণশীল। এই সমস্যাগুলি মেটানো গেলে সেটা মুক্ত বাণিজ্যের পথে হত ভাল একটা পদক্ষেপ।’’
রস অবশ্য আশা প্রকাশ করেন, পুরোপুরি সম্ভব না হলেও, এই সমস্যা কিছুটা মিটলেও মিটতে পারে। সে ক্ষেত্রে ভারত জিএসপি-র কিছু কিছু সুবিধা পেতে পারে। জিএসপি কর্মসূচিতে কিছুটা বাণিজ্য সম্পর্ক ভারতের সঙ্গে ফের গড়ে উঠতে পারে।
আরও পড়ুন- সারা বিশ্ব ধ্বংস করার পরিবেশ তৈরি করবে পাকিস্তান, সন্ত্রাস প্রশ্নে তোপ জয়শঙ্করের
আরও পড়ুন- এস-৪০০ মিসাইল ডিফেন্স: মাথা নত করবে না দিল্লি, ওয়াশিংটনে স্পষ্ট বার্তা জয়শঙ্করের
এ দিনই কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীষূষ গয়ালের সঙ্গে বৈঠক রসের। সেই বৈঠকে এই বিষয়টি নেয়ে আলোচনা হতে পারে বলে বাণিজ্যমন্ত্রক সূত্রের খবর।