হাসপাতালে ভর্তি হওয়ার কথা শুনলেই ভয়ে হাত-পা কেমন যেন বুকের ভিতর সেঁধিয়ে যায়! চেনা-পরিচিত কেউ হাসপাতালে ভর্তি, এ খবরে মাথার ভিতর দুশ্চিন্তা ঘুরপাক খায়। এখুনি হয়তো কোনও খারাপ খবর আসবে! এমনতরো কত ভাবনা।
তবে এই পৃথিবীতেই এমন অনেক মানুষ আছেন যাঁদের কাছে জীবন মানেই ফুরফুরে আমেজ। জীবন মানে একটা দমকা বাতাস। নিজের শর্তেই বেঁচে থাকা। এমন একটি ছেলের ভিডিওই এই মুহূর্তে ইন্টারনেটে ভাইরাল। কিন্তু সে করেছিল, তা জানলে আপনিও তাজ্জব বনে যাবেন।
হাতের শিরায়, নাকে গোঁজা নল। প্লাস্টারে মোড়া দু’পা। এই অবস্থাতেই হাসপাতালে বিছানায় শুয়ে দিব্য নাচ জুড়ে দিল ওই রোগী। তার এমন অফুরান জীবনীশক্তি দেখে যোগ্য সঙ্গত দিলেন নার্স এবং চিকিৎসকেরাও। এমনই এক ভিডিও গত ১১ জুন ফেসবুকে পোস্ট হয়। আর এর পর থেকেই রীতিমতো সেলেব হয়ে গিয়েছে ওই রোগী।