Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Viral Video

করোনা আতঙ্কে বন্দি, ঘরের মধ্যেই ৫০ কিমি দৌড়লেন চিনের এই ব্যক্তি!

সেই ভিডিয়ো এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

ঘরের মধ্যেই দৌড়চ্ছেন। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

ঘরের মধ্যেই দৌড়চ্ছেন। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা  
বেজিং শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০ ২০:০৩
Share: Save:

করোনাভাইরাস সংক্রমণ চিনে ভয়াবহ আকার ধারণ করেছে। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য বিস্তীর্ণ এলাকায় কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে বাসিন্দাদের। কিন্তু ঘরে বস়ে থাকতে থাকতে হাঙঝাউ শহরের বাসিন্দা পান শানচুর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই তিনি ঘরের মধ্যেই শুরু করেছেন দৌড়ানো। সেই ভিডিয়ো এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

শানচু একজন ম্যারাথন দৌড়বিদ। তাই দৌড়ানোর বদলে ঘরে বসে থাকা তাঁর কাছে কষ্টকর হওয়াই স্বাভাবিক। তাই তিনি ঘরে মধ্যেই শুরু করেছেন দৌড়ানো। সেই ভি়ডিয়ো শানচু আপলোড করেছিলেন চাইনিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে। সেখান তিনি লিখেছেন, ‘‘অনেক দিন বাইরে যাইনি। আজ আর বসে থাকতে পারলাম না! চার ঘণ্টা ৪৮ মিনিট ৪৪ সেকেন্ডে আমি ৫০ কিলোমিটার দৌড়ালাম।’’

ব্রিটিশ দৈনিকের প্রতিবেদন অনুসারে, শানচুর প্রতিটি ল্যাপের দৈর্ঘ্য ছিল আট মিটার। অর্থাৎ ঘরের এক বার চক্কর কেটে আট মিটার দৌড়েছেন। এই দৈর্ঘ্যের তিনি ছ’হাজার ২৫০টি ল্যাপ সম্পূর্ণ করেছেন। অর্থাৎ তাঁর মোট দৌড়ানো হয়েছে প্রায় ৫০ কিলোমিটার বা ৩১ মাইল। দেখুন সেই ভিডিয়ো—

আরও পড়ুন: ‘এই হয়তো শেষ লেখা’, আক্ষেপ শি-বিরোধীর

আরও পড়ুন: নাটালি সুলেমান, বিশ্বের কাছে তিনি অক্টামম, কেন জানেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Video China Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE