একটি বিনোদন পার্কের ‘স্কাই রাইড’-এ চড়েছিল বছর চোদ্দোর এক কিশোরী। সঙ্গে ছিল তার আর এক বন্ধুও। ‘স্কাই রাইড’ ওই বিনোদন পার্কের মূল আকর্ষণ। প্রতি দিনই বহু মানুষ চড়েন এই রাইডে। মাটি থেকে ২৫ ফুট উঁচু থেকে গোটা পার্ক ঘুরে দেখার মজাটাই আলাদা। কিন্তু, ওই ‘স্কাই রাইড’-এ চড়ে যে এমন বিপদে পড়তে হবে তা স্বপ্নেও ভাবেনি ওই কিশোরী।
কী হয়েছিল?
‘স্কাই রাইড’-এ চড়ার কিছু ক্ষণের মধ্যেই আচমকা ঝাঁকুনিতে রাইডের আসন থেকে পিছলে প্রায় পড়েই যাচ্ছিল ওই কিশোরী। কোনও রকমে রাইডের ফুট বোর্ড ধরে ঝুলতে থাকে সে। কিশোরীর চিত্কারে সেখানে ছুটে আসেন পার্কে ঘুরতে আসা অনেকেই। দৌড়ে আসেন নিরাপত্তারক্ষীরাও। রাইডটি তখন আর সচল নেই, সেটিকে বন্ধও করে দেওয়া হয়েছে তত ক্ষণে।