Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
International Gallery

ইউরোপের এই সেরা শহরগুলোয় বেড়াতে যাওয়া কি ঝুঁকির হয়ে উঠছে?

দেশে তো অনেক ঘুরেছেন। এ বার ভাবছেন, একটা লং ইউরোপ ট্যুর সেরেই ফেলবেন। উইশ লিস্টে নিশ্চয় রয়েছে লন্ডন-প্যারিস-রোমের মতো নানা শহরের নাম! এই শহরগুলিতে আপনি যেতেই পারেন। কিন্তু একটা বিষয় আপনাকে মাথায় রাখতেই হবে। কী সেটা? দেখে নিন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৮ ১১:০৩
Share: Save:
০১ ১৪
দেশে তো অনেক ঘুরেছেন। এ বার ভাবছেন, একটা লং ইউরোপ ট্যুর সেরেই ফেলবেন। উইশ লিস্টে নিশ্চয় রয়েছে লন্ডন-প্যারিস-রোমের মতো নানা শহরের নাম! এই শহরগুলিতে আপনি যেতেই পারেন। কিন্তু একটা বিষয় আপনাকে মাথায় রাখতেই হবে। কী সেটা? দেখে নিন।

দেশে তো অনেক ঘুরেছেন। এ বার ভাবছেন, একটা লং ইউরোপ ট্যুর সেরেই ফেলবেন। উইশ লিস্টে নিশ্চয় রয়েছে লন্ডন-প্যারিস-রোমের মতো নানা শহরের নাম! এই শহরগুলিতে আপনি যেতেই পারেন। কিন্তু একটা বিষয় আপনাকে মাথায় রাখতেই হবে। কী সেটা? দেখে নিন।

০২ ১৪
ইউরোপ ঘোরার শুরুটা করতে পারেন লন্ডন দিয়ে। শহরে পা রেখেই যেতে পারেন, লন্ডন আই বা টাওয়ার অব লন্ডন দেখতে। আর আপনার ইচ্ছে যদি থাকে রাজপ্রাসাদ দেখার, তা-ও মিটিয়ে ফেলতে পারেন বাকিংহাম প্যালেস ট্যুরের টিকিট কেটে। যেতে পারেন সায়েন্স মিউজিয়ামে বা মাদাম তুসোর মিউজিয়ামে।

ইউরোপ ঘোরার শুরুটা করতে পারেন লন্ডন দিয়ে। শহরে পা রেখেই যেতে পারেন, লন্ডন আই বা টাওয়ার অব লন্ডন দেখতে। আর আপনার ইচ্ছে যদি থাকে রাজপ্রাসাদ দেখার, তা-ও মিটিয়ে ফেলতে পারেন বাকিংহাম প্যালেস ট্যুরের টিকিট কেটে। যেতে পারেন সায়েন্স মিউজিয়ামে বা মাদাম তুসোর মিউজিয়ামে।

০৩ ১৪
অনেকেই ইউরোপ ট্যুর শুরু করেন প্যারিস দিয়ে। হবে না-ই কেন, ল্যুভর মিউজিয়াম, আইফেল টাওয়ার বা শ্যাতো দি ভার্সেইয়ের মতো বিখ্যাত জায়গা ছাড়াও আছে নানা দর্শনীয় জায়গা। ছবির মতো শহরে ঘুরেফিরে ক্লান্ত হলে বসতে পারেন কোনও ক্যাফে বা রেস্তরাঁয়। স্বাদ নিতে পারেন ফরাসি খাবারের।

অনেকেই ইউরোপ ট্যুর শুরু করেন প্যারিস দিয়ে। হবে না-ই কেন, ল্যুভর মিউজিয়াম, আইফেল টাওয়ার বা শ্যাতো দি ভার্সেইয়ের মতো বিখ্যাত জায়গা ছাড়াও আছে নানা দর্শনীয় জায়গা। ছবির মতো শহরে ঘুরেফিরে ক্লান্ত হলে বসতে পারেন কোনও ক্যাফে বা রেস্তরাঁয়। স্বাদ নিতে পারেন ফরাসি খাবারের।

০৪ ১৪
গল্প-উপন্যাসের চরিত্রের মাধ্যমে ইস্তানবুলের সঙ্গে অনেকেরই পরিচয় ঘটেছে। জীবনে এক বার অন্তত তুরস্কের এই শহরে পা রাখা অনেকেরই স্বপ্ন। এখানে গেলে ঘুরে দেখতে পারেন তপকাপি প্যালেস, হাজিয়া সোফিয়া মিউজিয়াম, সুলতান আহমেদ মসজিদ বা গ্র্যান্ড বাজার। রয়েছে ইসলামিক আর্ট মিউজিয়াম, আর্কিওলজির মিউজিয়ামের মতো একাধিক মিউজিয়াম।

গল্প-উপন্যাসের চরিত্রের মাধ্যমে ইস্তানবুলের সঙ্গে অনেকেরই পরিচয় ঘটেছে। জীবনে এক বার অন্তত তুরস্কের এই শহরে পা রাখা অনেকেরই স্বপ্ন। এখানে গেলে ঘুরে দেখতে পারেন তপকাপি প্যালেস, হাজিয়া সোফিয়া মিউজিয়াম, সুলতান আহমেদ মসজিদ বা গ্র্যান্ড বাজার। রয়েছে ইসলামিক আর্ট মিউজিয়াম, আর্কিওলজির মিউজিয়ামের মতো একাধিক মিউজিয়াম।

০৫ ১৪
ফুটবলের শহর বার্সেলোনায় ছড়িয়ে রয়েছে একাধিক মিউজিয়াম। সঙ্গে রয়েছে বিখ্যাত বাসিলিকা চার্চ। বাসিলিকা দি লা সাগ্রাদা ফামিলিয়া নামে পরিচিত এই চার্চের ডিজাইন করেছিলেন স্পেনীয় আর্কিটেক্ট আন্তনি গাউদি। রয়েছে গথিক কোয়ার্টার, কাসা মিলার মতো জায়গা।

ফুটবলের শহর বার্সেলোনায় ছড়িয়ে রয়েছে একাধিক মিউজিয়াম। সঙ্গে রয়েছে বিখ্যাত বাসিলিকা চার্চ। বাসিলিকা দি লা সাগ্রাদা ফামিলিয়া নামে পরিচিত এই চার্চের ডিজাইন করেছিলেন স্পেনীয় আর্কিটেক্ট আন্তনি গাউদি। রয়েছে গথিক কোয়ার্টার, কাসা মিলার মতো জায়গা।

০৬ ১৪
ছবির মতো সাজানো-গোছানো আমস্টারডামে রয়েছে একাধিক মিউজিয়াম। ইতিহাসের পাতা উল্টে দেখতে চান? তবে যেতে পারেন অ্যান ফ্রাঙ্ক মিউজিয়ামে। শিল্পে উৎসাহী? তবে পা রাখুন ভ্যান গঘ মিউজিয়ামে। সেই সঙ্গে অনেকেই ভিড় জমান ওয়েস্ট চার্চ, আমস্টারডাম বন্দর বা রয়্যাল প্যালেসে।

ছবির মতো সাজানো-গোছানো আমস্টারডামে রয়েছে একাধিক মিউজিয়াম। ইতিহাসের পাতা উল্টে দেখতে চান? তবে যেতে পারেন অ্যান ফ্রাঙ্ক মিউজিয়ামে। শিল্পে উৎসাহী? তবে পা রাখুন ভ্যান গঘ মিউজিয়ামে। সেই সঙ্গে অনেকেই ভিড় জমান ওয়েস্ট চার্চ, আমস্টারডাম বন্দর বা রয়্যাল প্যালেসে।

০৭ ১৪
ইতালি ঘুরতে গিয়ে অনেকেই তালিকায় মিলানকে রাখেন না। তবে এক বার এ শহরে পা রাখলে ঘুরে দেখতে পারেন মিলান ক্যাথেড্রাল, লিওনার্দো দ্য ভিঞ্চি ন্যাশনাল মিউজিয়াম অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। রাতে করসো সান গোতারদোর অজস্র ক্যাফেতেও ভিড় করেন বহু ট্যুরিস্ট।

ইতালি ঘুরতে গিয়ে অনেকেই তালিকায় মিলানকে রাখেন না। তবে এক বার এ শহরে পা রাখলে ঘুরে দেখতে পারেন মিলান ক্যাথেড্রাল, লিওনার্দো দ্য ভিঞ্চি ন্যাশনাল মিউজিয়াম অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। রাতে করসো সান গোতারদোর অজস্র ক্যাফেতেও ভিড় করেন বহু ট্যুরিস্ট।

০৮ ১৪
ইতালির বহু শহরের মতোই এ শহরের একাধিক মিউজিয়াম দেখতে যান ট্যুরিস্টরা। ন্যাশনাল রোমান মিউজিয়াম তার মধ্যে অন্যতম আকর্ষণ। সেন্ট পিটার্স স্কোয়্যার বা ক্যাম্পে দি ফিওরির মতো জায়গাতেই ভিড় করেন অনেকে।

ইতালির বহু শহরের মতোই এ শহরের একাধিক মিউজিয়াম দেখতে যান ট্যুরিস্টরা। ন্যাশনাল রোমান মিউজিয়াম তার মধ্যে অন্যতম আকর্ষণ। সেন্ট পিটার্স স্কোয়্যার বা ক্যাম্পে দি ফিওরির মতো জায়গাতেই ভিড় করেন অনেকে।

০৯ ১৪
ঐতিহাসিক ভিয়েনায় রয়েছে স্প্যানিশ রাইডিং স্কুলের মতো বিশ্বখ্যাত স্কুল। সেন্ট স্টিফেন্স ক্যাথেড্রাল, বেলভেডিয়ার কমপ্লেক্স বা হফবার্গ ইম্পেরিয়াল প্যালেসের মতো জায়গাতেই দেখা যায় বহু ট্যুরিস্ট।

ঐতিহাসিক ভিয়েনায় রয়েছে স্প্যানিশ রাইডিং স্কুলের মতো বিশ্বখ্যাত স্কুল। সেন্ট স্টিফেন্স ক্যাথেড্রাল, বেলভেডিয়ার কমপ্লেক্স বা হফবার্গ ইম্পেরিয়াল প্যালেসের মতো জায়গাতেই দেখা যায় বহু ট্যুরিস্ট।

১০ ১৪
স্থাপত্যশিল্পে উৎসাহীদের জন্য বোধহয় প্রাগের মতো শহর আদর্শ। গথিক, বারোক বা রেনেসাঁ স্টাইলের একাধিক স্থাপত্য ছড়িয়ে রয়েছে শহর জুড়ে। চার্লস ব্রিজ, প্রাগ দুর্গ, সেন্ট ভিটাস ক্যাথেড্রালের মতো জায়গাতেও ভিড় ছাপিয়ে যায় ফি বছর।

স্থাপত্যশিল্পে উৎসাহীদের জন্য বোধহয় প্রাগের মতো শহর আদর্শ। গথিক, বারোক বা রেনেসাঁ স্টাইলের একাধিক স্থাপত্য ছড়িয়ে রয়েছে শহর জুড়ে। চার্লস ব্রিজ, প্রাগ দুর্গ, সেন্ট ভিটাস ক্যাথেড্রালের মতো জায়গাতেও ভিড় ছাপিয়ে যায় ফি বছর।

১১ ১৪
ডাবলিনে পা রেখেই অনেকে ছুটে যান ট্রিনিটি কলেজে। সঙ্গে রয়েছে গ্র্যাফটন স্ট্রিটের হাতছানি। ট্রিনিটি কলেজ থেকে হাঁটতে হাঁটতে অনেকেই সেখানে পৌঁছে যান। ন্যাশনাল গ্যালারি অব আয়ারল্যান্ড বা মেরিওন স্কোয়্যারেও দেখা যায় বহু ট্যুরিস্ট।

ডাবলিনে পা রেখেই অনেকে ছুটে যান ট্রিনিটি কলেজে। সঙ্গে রয়েছে গ্র্যাফটন স্ট্রিটের হাতছানি। ট্রিনিটি কলেজ থেকে হাঁটতে হাঁটতে অনেকেই সেখানে পৌঁছে যান। ন্যাশনাল গ্যালারি অব আয়ারল্যান্ড বা মেরিওন স্কোয়্যারেও দেখা যায় বহু ট্যুরিস্ট।

১২ ১৪
এই শহরগুলিতে বেড়ানোর জন্য মুখিয়ে রয়েছেন? তবে মনে রাখবেন, তাতে ক্ষতি হতে পারে আপনার স্বাস্থ্যের। এই সতর্কবাণী শুনিয়েছে, ট্রান্সপোর্ট অ্যান্ড এনভায়র্নমেন্ট (টি অ্যান্ড ই) নামে এক আন্তর্জাতিক সমীক্ষক সংস্থা। একটি সমীক্ষায় তাদের দাবি, দিনে চারটি সিগারেট খেলে স্বাস্থ্যের যতটা ক্ষতি হয়, ততটাই দূষিত ওই শহরগুলি।

এই শহরগুলিতে বেড়ানোর জন্য মুখিয়ে রয়েছেন? তবে মনে রাখবেন, তাতে ক্ষতি হতে পারে আপনার স্বাস্থ্যের। এই সতর্কবাণী শুনিয়েছে, ট্রান্সপোর্ট অ্যান্ড এনভায়র্নমেন্ট (টি অ্যান্ড ই) নামে এক আন্তর্জাতিক সমীক্ষক সংস্থা। একটি সমীক্ষায় তাদের দাবি, দিনে চারটি সিগারেট খেলে স্বাস্থ্যের যতটা ক্ষতি হয়, ততটাই দূষিত ওই শহরগুলি।

১৩ ১৪
টি অ্যান্ড ই-র দাবি, বায়ু দূষণের মাত্রা সবচেয়ে বেশি লন্ডনে। তার পরেই রয়েছে প্যারিসে। পিছিয়ে নেই ইস্তানবুল, বার্সেলোনা, আমস্টারডাম, মিলান, রোম, ভিয়েনা, প্রাগ ও ডাবলিন। সমীক্ষায় দাবি, সরকারি ভাবে দূষণের মাত্রার যে খতিয়ান প্রকাশ করেছে ইতালি, জার্মানি, বুলগেরিয়া বা বেলজিয়াম, তার থেকেও ছবিটা অনেক বেশি ভয়াবহ।

টি অ্যান্ড ই-র দাবি, বায়ু দূষণের মাত্রা সবচেয়ে বেশি লন্ডনে। তার পরেই রয়েছে প্যারিসে। পিছিয়ে নেই ইস্তানবুল, বার্সেলোনা, আমস্টারডাম, মিলান, রোম, ভিয়েনা, প্রাগ ও ডাবলিন। সমীক্ষায় দাবি, সরকারি ভাবে দূষণের মাত্রার যে খতিয়ান প্রকাশ করেছে ইতালি, জার্মানি, বুলগেরিয়া বা বেলজিয়াম, তার থেকেও ছবিটা অনেক বেশি ভয়াবহ।

১৪ ১৪
বায়ু দূষণ মাত্রা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন যে মানদণ্ড নির্ধারণ করেছে, তা ছাপিয়ে গিয়েছে ব্রিটেন, জার্মানি, ইতালি, হাঙ্গেরি, রোমানিয়ার মতো দেশগুলি। টি অ্যান্ড ই-র দাবি, সে জন্য বহু কোটি টাকা জরিমানা দিতে হয়েছে ওই দেশের সরকারকে।

বায়ু দূষণ মাত্রা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন যে মানদণ্ড নির্ধারণ করেছে, তা ছাপিয়ে গিয়েছে ব্রিটেন, জার্মানি, ইতালি, হাঙ্গেরি, রোমানিয়ার মতো দেশগুলি। টি অ্যান্ড ই-র দাবি, সে জন্য বহু কোটি টাকা জরিমানা দিতে হয়েছে ওই দেশের সরকারকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy