স্বাস্থ্য দফতরের নির্দেশিকা মেনে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কাজে যোগ দিতে এসেছিলেন নতুন অধ্যক্ষ। কিন্তু তিনি আসার কিছু ক্ষণ আগেই ঘরে তালা দিয়ে চলে যান সদ্য বদলি হওয়া অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আবার, সুপারও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে চলে যান বলে অভিযোগ। অগত্যা কার থেকে দায়িত্ব বুঝে নেবেন, বুঝতে না পেরে আতান্তরে পড়েন আর জি করের নতুন অধ্যক্ষ সনৎকুমার ঘোষ।
বৃহস্পতিবার বিকেলে এমন কাণ্ডে বিস্মিত স্বাস্থ্য ভবনও। এক শীর্ষ কর্তার কথায়, ‘‘বিষয়টি স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তাকে দেখতে বলা হয়েছে।’’ বুধবার রাতে আর জি কর-সহ রাজ্যের আরও দুই মেডিক্যাল কলেজের অধ্যক্ষ বদলির নির্দেশিকা জারি হয়েছে। সূত্রের খবর, সেই মতো এ দিন বিকেল চারটে নাগাদ উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সনৎকুমার ঘোষ আর জি করে আসেন। অভিযোগ, তাঁর আসার খবর পেলেও দায়িত্ব হস্তান্তর না করেই বেরিয়ে যান সন্দীপ। হাসপাতালের একটি সূত্রের দাবি, এ দিন দুপুর তিনটে নাগাদ এসে সাড়ে তিনটে নাগাদ বেশ কিছু ফাইল নিয়ে সন্দীপকে বেরিয়ে যেতে দেখা যায়। তাঁর ঘরেও তালা ঝুলিয়ে দেওয়া হয়।
সনৎ এসে তা দেখার পরে অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে বসেন। কার কাছে কাজে যোগ দেবেন, তা বুঝতে না পেরে তিনি বিষয়টি জানান স্বাস্থ্য ভবনে। সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব (স্বাস্থ্য-শিক্ষা) আর জি করের সুপার তথা উপাধ্যক্ষ সঞ্জয় বশিষ্ঠকে বিষয়টি দেখার জন্য বলেন। কিন্তু সুপারও জানান, তিনি অসুস্থ। তাই হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছেন। এর পরে উপাধ্যক্ষের অফিসে গিয়ে কাজে যোগ দেওয়ার আবেদন জমা দেন নতুন অধ্যক্ষ। সেটি স্বাস্থ্য দফতরের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার কাছে পাঠানো হয়।
এর পাশাপাশি, স্বাস্থ্যকর্তা-সহ সন্দীপকেও ইমেলের মাধ্যমে কাজে যোগ দেওয়ার বিষয়ে অবগত করেন সনৎ। তবে গোটা বিষয় নিয়ে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। অন্য দিকে, ফোন ও মেসেজের উত্তর দেননি সন্দীপও। বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন ঘটনায় বিতর্কে রয়েছে আর জি করের প্রশাসন। তাতে নতুন মাত্রা যোগ করল এ দিনের ঘটনা। যা দেখে বিরোধীদের প্রশ্ন, ‘‘রাজ্যের ওই মেডিক্যাল কলেজ কি স্বশাসিত?’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)