প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের সময় বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ১২৭৫ কেজি হাড়বিহীন মুরগির মাংস কিনবে দিল্লি সরকার! ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের বিমান প্রদর্শনীর জন্য চলবে যুদ্ধবিমানের মহড়া। দেশ-বিদেশের বিভিন্ন হাই প্রোফাইল অতিথিদের সামনে প্রদর্শনীর আগে মহড়ার জন্য রাজধানীর আকাশে যুদ্ধবিমানগুলি গর্জে ওঠার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই বিমানগুলির সুরক্ষিত মহড়ার জন্য একটি অদ্ভুত কৌশল অবলম্বন করছে প্রশাসন।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ভারতীয় বিমানবাহিনীর বিমানগুলির উড়ানের পথে যাতে কোনও উড়ন্ত পাখি বাধা সৃষ্টি করতে না পারে তার জন্য এক অদ্ভুত পন্থা নিচ্ছে সরকার। সমস্ত ধরনের বিমান উড়ানের সময় চালকদের প্রায়শই একটি বাধার সম্মুখীন হতে হয়। ওড়ার পথে চলে আসে পাখি। দিল্লির আকাশে এই ধরনের বাধা সৃষ্টি করে কালো চিল। বিমানের সঙ্গে ধাক্কা লাগলে দুর্ঘটনার শিকার হতে পারে ভারতীয় বায়ুসেনার মহার্ঘ যুদ্ধবিমানগুলি।