IIEST Shibpur Recruitment 2026

আইআইইএসটি শিবপুরে সিএসআইআর-এর অর্থপুষ্ট প্রকল্পে গবেষকের খোঁজ, কোন বিভাগে?

প্রথম বছরে তাঁর সাম্মানিক হবে মাসে ৩৭,০০০ টাকা। পরবর্তী বছরগুলিতে যার পরিমাণ বেড়ে হবে মাসে ৪২,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৭:৫৬
Share:

আইআইইএসটি, শিবপুর। ছবি: সংগৃহীত।

বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং বা মেডিক্যালের কোনও বিষয়ে পড়েও গবেষণাধর্মী কাজ করা যাবে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (আইআইইএসটি)। সম্প্রতি এমন ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে অস্থায়ী ভাবে গবেষক নিয়োগ করা হবে। পড়ুয়াদের আবেদন জানাতে হবে অনলাইনে।

Advertisement

প্রতিষ্ঠানে স্কুল অফ কমিউনিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রকল্পের জন্য অর্থের জোগান দেবে কেন্দ্রীয় সংস্থা সিএসআইআর-এর অ্যাস্পায়ার স্কিম।

প্রকল্পের জন্য একজন জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। তাঁর কাজের মেয়াদ থাকবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। তবে তহবিলে অর্থ থাকলে কাজের মেয়াদ দু’বছর পর্যন্ত করা হবে। প্রথম বছরে তাঁর সাম্মানিক হবে মাসে ৩৭,০০০ টাকা। পরবর্তী বছরগুলিতে যার পরিমাণ বেড়ে হবে মাসে ৪২,০০০ টাকা।

Advertisement

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বিএস, বিফার্ম, এমবিবিএস, ইন্টিগ্রেটেড বিএস-এমএস, এমএসসি, বিই বা বিটেক-এ ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। উত্তীর্ণ হতে হবে নেট বা গেট-এ। তাঁদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্ক পূরণ করে আবেদন জানাতে হবে। আগামী ২১ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে ওই পদে নিয়োগ হবে। ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের আবেদনপত্র এবং অন্য জরুরি নথি সঙ্গে রাখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement