মাছের রায়তা তৈরির উপকরণ: ভেটকি/রুই/কাতলা মাছের ফিলে - ২০০ গ্রাম, টক দই - ১ কাপ, পেঁয়াজ কুচি - ১টি (ছোট), শসা কুচি - ১টি (ছোট), ধনে পাতা কুচি - ২ চামচ, পুদিনা পাতা কুচি - ১ চামচ, কাঁচা লঙ্কা কুচি - ১টি, ভাজা জিরে গুঁড়ো - ১/২ চামচ, গোলমরিচ গুঁড়ো - ১/২ চামচ, বিট নুন - স্বাদ মতো, সাদা তেল - ১ চামচ, লেবুর রস - ১ চামচ।