শ্যামবাজারের কাছে ইংরেজি আমলে তৈরি এই ব্রেকফাস্ট জয়েন্ট শহরে প্রাতরাশের অন্যতম সেরা ঠিকানা। ১১০ বছর পুরনো এই রেস্তরাঁর নাম 'ন্যাশনাল ইকোনমি রেস্তরাঁ'। এখানে মূলত ইংলিশ ব্রেকফাস্ট পাওয়া যায়। যেমন চা, কফি, বিভিন্ন ধরনের টোস্ট, ওমলেট, ইত্যাদি। এই দোকানেই কিন্তু শ্যুটিং হয়েছিল 'আবহমান', 'কহানি'-র মতো কিছু জনপ্রিয় ছবির।