Advertisement
২৫ এপ্রিল ২০২৪
International News

ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশে ফের ক্ষমতায় হাসিনা

বাংলাদেশের সংসদে মোট আসন ৩০০। সরাসরি সাধারণ ভোটারদের ভোটে নির্বাচিত হন এই আসনগুলির প্রার্থীরা।

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছেন শেখ হাসিনা।

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছেন শেখ হাসিনা।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ১৮:০১
Share: Save:

ইতিহাস সৃষ্টির পথে শেখ হাসিনা। চতুর্থ বারের জন্য প্রধা্নমন্ত্রীর মসনদে বসতে চলেছেন বঙ্গবন্ধুর কন্যা। বিপুল আসন নিয়ে বাংলাদেশে ক্ষমতায় আসতে চলেছে আওয়ামি লিগ পার্টি। ভোট গণনা এখনও চলছে, তবে গণনার ফল ইঙ্গিত দিচ্ছে, বিএনপি-কে পিছনে ফেলে ইতিহাস সৃষ্টি করতে চলেছে আওয়ামি লিগ পার্টি। কারণ, যতগুলো আসনে ভোট গণনা চলছে বা শেষ হয়ে গিয়েছে গণনা, সেগুলোর মাত্র তিন-চারটি আসন ছাড়া বাকি সবগুলোতেই হয় বিপুল ভোটে এগিয়ে রয়েছেন, নয় জয়ী হয়েছেন আওয়ামি লিগ পার্টি প্রার্থীরা। গোপালগঞ্জ-৩ আসন থেকে ২ লা্খ ৩২ হাজার ভোট পেয়ে রেকর্ড গড়েছেন বঙ্গবন্ধু কন্যা হাসিনা। সেখানে বিএনপি প্রার্থী এস এম জিলানী পেয়েছেন মাত্র ১২৩টি ভোট। যদিও এ বারের নির্বাচনকে প্রহসন বলে কটাক্ষ করেছে বিরোধীরা।

কুড়িগ্রাম-১, চাঁপাইনবাবগঞ্জ-৩, বরিশাল-৩ এই তিনটি আসনে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থীরা। শুধুমাত্র বগুড়া-৪ আসনে বিএনপি প্রার্থী মোশারফ হোসেন জয়ী হয়েছেন। আওয়ামি লিগ এবং বিএনপি প্রার্থীর মধ্যে খুব রেষারেষি চলছে মৌলভীবাজার-২ আসনে। কিন্তু এখনও কোনও আসনেই বিএনপি প্রার্থীর জয়ীর খবর আসনি। অপরদিকে, দিনাজপুর-৩, কুষ্টিয়া-১ এবং ৪, যশোর-১ এবং ৬, পটুয়াখালী-২ ও ৩, টাঙ্গাইল-৩, জামালপুর-৪, নেত্রকোনা-৩ এবং ৪, গোপালগঞ্জ-২ এবং ৩, মাদারীপুর-২, সিলেট১ এবং ৬, নোয়াখালী-৪ — এই আসনগুলোতে ইতিমধ্যেই বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামি লিগ প্রার্থীরা। নীলফামারি-৩-এ মহাজোট প্রার্থী জাতীয় পার্টির রানা মহম্মদ সোহেল জয়ী হয়েছেন।

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিকেল ৪টে নাগাদ শুরু হয় গণনাও। বাংলাদেশের সংসদে মোট আসন ৩০০। সরাসরি সাধারণ ভোটারদের ভোটে নির্বাচিত হন এই আসনগুলির প্রার্থীরা। এর বাইরেও আরও ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। সাধারণ ভোটে রাজনৈতিক দলগুলির প্রাপ্ত ভোটের ভিত্তিতে এই ৫০টি আসনের প্রার্থীরা নির্বাচিত হন। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে ৩০০টির মধ্যে ২৩৪টি আসন জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে আওয়ামি লিগ।

বাংলাদেশে ভোট গণনা হয় ভোটগ্রহণের বুথেই। অর্থাৎ ভোটগ্রহণ পর্ব মেটার পর সেখানেই গণনা শুরু হয়। শেষ হওয়ার পর গণনার তথ্য পাঠিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট আসনের সেন্ট্রাল কন্ট্রোল রুমে। সেখান থেকেই প্রতিটি আসনের আলাদা ফল ঘোষণা করা হয়। এ বারই প্রথম বাংলাদেশের ছ’টি আসনের বুথগুলিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের ভোটে জেলায় জেলায় অশান্তি, অন্তত ১৪ জনের মৃত্যু

আরও পড়ুন: ‘পিটিয়ে খুন করে এস, আমরা দেখে নেব’, ছাত্রদের ‘শিক্ষা’ দিলেন উপাচার্য

বাংলাদেশের নির্বাচনী পর্যবেক্ষকরা মনে করছেন আজ রবিবার রাতের মধ্যেই ভোটের ফলাফলের চিত্র মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। ইতিমধ্যেই গণনার ট্রেন্ড আসতে শুরু করেছে। তবে কোথাও পুনর্গণনা হলে, সেখানকার চূড়ান্ত ফল বের হতে দেরি হতে পারে বলেও মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

(আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক বিরোধ, আন্তর্জাতিক সংঘর্ষ- সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর জানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangladesh Election 2018 Counting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE