Advertisement
১৭ মে ২০২৪

ব্রিজের রেলিং ভেঙে খাদে বাস, নিহত কমপক্ষে ১০

ব্রিজের রেলিং ভেঙে খাদে বাস পড়ে মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। দুর্ঘটনায় গুরুতর আহত ৩০। শুক্রবার বিকেল ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে বাংলাদেশের ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুর জেলায়। পুলিশ সূত্রে খবর, মাদারীপুরের ‘সমাদ্দার ব্রিজে’র রেলিং ভেঙে খাদে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ২৭ মে ২০১৬ ২২:৫৫
Share: Save:

ব্রিজের রেলিং ভেঙে খাদে বাস পড়ে মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। দুর্ঘটনায় গুরুতর আহত ৩০। শুক্রবার বিকেল ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে বাংলাদেশের ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুর জেলায়। পুলিশ সূত্রে খবর, মাদারীপুরের ‘সমাদ্দার ব্রিজে’র রেলিং ভেঙে খাদে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে বরিশালগামী সুগন্ধা পরিবহণের একটি বাস মাদারীপুর সদর উপ-জেলার সমাদ্দার ব্রিজে উঠলে তা ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, এ দিনের দুর্ঘটনায় ঘটনাস্থলেই চার জন মারা যান। মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় কয়েক জনের। গুরুতর আহতদের মধ্যে কয়েক জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর, বরিশাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের। হতাহতদের পরিচয় নিয়ে এখনও নিশ্চিত হতে পারেননি বলে জানিয়েছেন পুলিশের এক শীর্ষ-কর্তা মনিরুজ্জামান ফকির। তবে এদের অধিকাংশের বাড়ি বরিশাল এবং আশপাশের এলাকায় হবে বলে ধারণা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangladesh bus accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE