ব্রিজের রেলিং ভেঙে খাদে বাস পড়ে মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। দুর্ঘটনায় গুরুতর আহত ৩০। শুক্রবার বিকেল ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে বাংলাদেশের ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুর জেলায়। পুলিশ সূত্রে খবর, মাদারীপুরের ‘সমাদ্দার ব্রিজে’র রেলিং ভেঙে খাদে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে বরিশালগামী সুগন্ধা পরিবহণের একটি বাস মাদারীপুর সদর উপ-জেলার সমাদ্দার ব্রিজে উঠলে তা ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, এ দিনের দুর্ঘটনায় ঘটনাস্থলেই চার জন মারা যান। মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় কয়েক জনের। গুরুতর আহতদের মধ্যে কয়েক জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর, বরিশাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের। হতাহতদের পরিচয় নিয়ে এখনও নিশ্চিত হতে পারেননি বলে জানিয়েছেন পুলিশের এক শীর্ষ-কর্তা মনিরুজ্জামান ফকির। তবে এদের অধিকাংশের বাড়ি বরিশাল এবং আশপাশের এলাকায় হবে বলে ধারণা করা হচ্ছে।