Advertisement
E-Paper

ঢাকায় রামকৃষ্ণ মিশনকে হুমকি জাতীয় উদ্বেগ: প্রধানমন্ত্রী

ঢাকায় রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদক স্বামী সেবানন্দ খুনের হুমকি পাওয়ার পর তাঁর ও মিশনের অন্য সন্ন্যাসীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য উদ্যোগী হলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দফতর মনে করছে, এটা গোটা দেশের পক্ষেই উৎকণ্ঠার বিষয়। বিষয়টি নিয়ে আজ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সবিস্তারে কথা বলেছেন প্রধানমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৬ ২২:২৭

ঢাকায় রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদক স্বামী সেবানন্দ খুনের হুমকি পাওয়ার পর তাঁর ও মিশনের অন্য সন্ন্যাসীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য উদ্যোগী হলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দফতর মনে করছে, এটা গোটা দেশের পক্ষেই গভীর উদ্বেগ-উৎকণ্ঠার বিষয়। বিষয়টি নিয়ে আজ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সবিস্তারে কথা বলেছেন প্রধানমন্ত্রী। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। যোগাযোগ রেখে চলেছে বিদেশমন্ত্রকের সঙ্গে। দুই দেশের বিভিন্ন স্তরে গোয়েন্দা তথ্যের আদানপ্রদান চলছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক মহারাজ আজ দেখা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) পদস্থ কর্তাদের সঙ্গে।

বিদেশ মন্ত্রকের তরফেও শুরু হয়েছে জোর তৎপরতা।বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ শুক্রবার জানিয়েছেন, গত কালই ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে সেখানকার রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। যোগাযোগ করা হয় বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সঙ্গেও। ভারতের তরফে জানানো হয়, ঢাকায় রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের নিরাপত্তার জন্য হাসিনা সরকারকে সব রকম সাহায্য করা হবে। কী কী কারণে ওই হুমকি দেওয়া হয়েছে বা সেই হুমকি কাদের কাদের কাছ থেকে আসতে পারে, সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে।

স্বরূপ এও বলেছেন, ‘‘আমরা ঢাকার রামকৃষ্ণ মিশনের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছি। আজ সকালেও বিদেশ মন্ত্রকের এক দূত ঢাকায় রামকৃষ্ণ মিশনে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা দেখে এসেছেন।’’

একটি চিঠিতে ওই সন্ন্যাসীকে বুধবার খুনের হুমকি দেওয়া হয়। পত্রপ্রেরক নিজেকে আইএসের সক্রিয় সদস্য বলে দাবি করেছে।

আরও পড়ুন- ঢাকায় রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীকে খুনের হুমকি দিল আইএস

Foreign Ministry Keeps Watch On RKM, Dhaka vikas swarup briefs on ramkrishna mission, dhaka pm feels threat to rkm national concern
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy