Advertisement
১৭ মে ২০২৪

এবার হিন্দু পুরোহিতের গলা কেটে খুন বাংলাদেশে, দায় নিল আইএস

ইসলামি জঙ্গিদের হাতে ফের আক্রান্ত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়। তাদের হাতে এ বার প্রাণ গেল এক হিন্দু পুরোহিতের। মঙ্গলবার সকালে পশ্চিম বাংলাদেশের ঝিনাইদহের আনন্দগোপাল গঙ্গোপাধ্যায় নামে বছর সত্তরের ওই বৃদ্ধের গলাকাটা দেহ উদ্ধার হয়। সাম্প্রতিক কালে বাংলাদেশে বিভিন্ন হত্যা-কাণ্ডের সঙ্গে এই ঘটনার মিল থাকায় পুলিশ এই খুনের পেছনে জঙ্গিদের হাত থাকতে পারে বলে সন্দেহ করছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ১৩:৪০
Share: Save:

ইসলামি জঙ্গিদের হাতে ফের আক্রান্ত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়। তাদের হাতে এ বার প্রাণ গেল এক হিন্দু পুরোহিতের। মঙ্গলবার সকালে পশ্চিম বাংলাদেশের ঝিনাইদহের আনন্দগোপাল গঙ্গোপাধ্যায় নামে বছর সত্তরের ওই বৃদ্ধের গলাকাটা দেহ উদ্ধার হয়। সাম্প্রতিক কালে বাংলাদেশে বিভিন্ন হত্যা-কাণ্ডের সঙ্গে এই ঘটনার মিল থাকায় পুলিশ এই খুনের পেছনে জঙ্গিদের হাত থাকতে পারে বলে সন্দেহ করছে। পরে ইসলামিক স্টেট (আইএস) ওই ঘটনার দায় স্বীকার করেছে।

পুলিশ সূত্রে খবর, নিহত আনন্দবাবু স্থানীয় নলডাঙা মন্দিরের পুরোহিত ছিলেন। এ দিন সকাল ৯টা নাগাদ তিনি করাতিপাড়ার বাড়ি থেকে সাইকেলে করে পাশের গ্রামের এক বাড়িতে পুজো করতে যাচ্ছিলেন। এর কিছু সময় পরে মহিষাডাঙা গ্রামের কাছে একটি ধানখেতে তাঁর গলাকাটা দেহ দেখতে পান গ্রামবাসীরা। কাছে গিয়ে দেখা যায় কিছু দূরে তাঁর কাটা মুন্ডুটি পড়ে রয়েছে। ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপীনাথ কাঞ্জিলাল বলেন, ‘‘সকালবেলায় এক যজমানের বাড়ি পুজো করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন আনন্দবাবু। পরে চাষিরা ধান খেতে তাঁর দেহ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন।’’

গত রবিবার বাংলাদেশেরই নাটোরে সুনীল গোমেজ নামে ৬০ বছরের এক খ্রিস্টান ব্যবসায়ীকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। গির্জায় প্রার্থনা করে এসে বাড়ি লাগোয়া মুদিখানার দোকানে বসেছিলেন তিনি। এর কিছু পরেই দুই ভ্যানওয়ালা পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় দোকানে সুনীলকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। নাটোরের বনপাড়ায় মিশনপল্লির খ্রিস্টানপাড়ার বাসিন্দা সুনীল ওই দোকানের মালিক ছিলেন। আইএস জঙ্গি সংগঠনের সংস্থা ‘আমাক’-কে উদ্ধৃত করে একটি মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, এই হত্যার দায় স্বীকার করেছে আইএস।

প্রায় একই কায়দায় খুন করা হয় আনন্দবাবুকে। তবে কি এর পিছনেও আইএস রয়েছে?

এখনই স্পষ্ট ভাবে কিছু বলতে নারাজ পুলিশ। গোপীনাথবাবুর কথায়, ‘‘তদন্ত শেষ হওয়ার আগে এত তাড়াতাড়ি করে কিছু বলা সম্ভব নয়। তবে খুন করার পদ্ধতির সঙ্গে সাম্প্রতিক কালে ইসলামিক জঙ্গি সংগঠনগুলো যে সব হত্যা-কাণ্ড ঘটিয়েছে তার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে।’’

বাংলাদেশে সংখ্যালঘু এবং মুক্তমনাদের উপর গত কয়েক বছরে একের পর এক আক্রমণ নেমে এসেছে। সংখ্যাটা গত তিন বছরে ৪০ ছাড়িয়েছে। আনন্দবাবুকে ধরলে গত ১০ সপ্তাহে ১১ জন খুন হয়েছেন। যার মধ্যে বেশির ভাগেই দায় নিয়েছে ইসলামিক স্টেট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE