আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক ভাবে চালু হতে চলেছে ভারত-বাংলাদেশ নৌ ট্রানজিট। নৌ প্রোটোকল চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে এটি হবে নিয়মিত ট্রানজিট। বাংলাদেশের নৌ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এর আগেও দু’-একটি ক্ষেত্রে নৌ ট্রানজিট দেওয়া হয়েছিল ভারতকে। তবে তা অানুষ্ঠানিক ভাবে করা হয়নি। আনুষ্ঠানিক ভাবে এ বারই প্রথম মাশুলের বিনিময়ে ভারতের পণ্যবাহী জাহাজ বাংলাদেশের নৌ সীমানায় প্রবেশ করছে। সূত্রটি জানাচ্ছে, এরই মধ্যে একটি ভারতীয় জাহাজ বাংলাদেশের নৌসীমানায় প্রবেশ করেছে। জাহাজটি আজ বুধবার রাতে যে কোনও সময়ে আশুগঞ্জে পৌঁছবে।বৃহস্পতিবার ওই জাহাজটি থেকে পণ্য খালাসের মাধ্যমে শুরু হবে নৌ ট্রানজিটের আনুষ্ঠানিক কাজ। বাংলাদেশের নৌ সচিব অশোক মাধব রায় বলেছেন, ‘‘ভারতের সাতটি বন্দর থেকে পণ্য আসবে বাংলাদেশের আশুগঞ্জ বন্দরে। বাংলাদেশ থেকে সড়ক পথে এ সব পণ্য যাবে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলিতে। তবে নিষিদ্ধ কোনও পণ্য পরিবহণ করা যাবে না।’’
আরও পড়ুন- সাংসদ খুনের মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড বহাল বাংলাদেশে