Advertisement
E-Paper

কাদরীর শোকে মুহ্যমান বাংলাদেশের সোশ্যাল সাইটও, দেহ ফিরছে হাসিনার উদ্যোগে

বাঙালির হাত ছুঁয়ে থাকা কবি শহীদ কাদরীর মৃত্যুসংবাদে শোকে মুহ্যমান গোটা বাংলাদেশ। গভীর শোকের আবহ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও। লেখক, শিল্পী, ছাত্র, কবি— শোক সব মহলে।

অঞ্জন রায়

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ১৫:১৬

বাঙালির হাত ছুঁয়ে থাকা কবি শহীদ কাদরীর মৃত্যুসংবাদে শোকে মুহ্যমান গোটা বাংলাদেশ। গভীর শোকের আবহ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও। লেখক, শিল্পী, ছাত্র, কবি— শোক সব মহলে। রবিবার সন্ধ্যায় কবি আমেরিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সে খবর বাংলাদেশে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। সোশ্যাল সাইটেও দেখা গিয়েছে তার প্রতিফলন।

রবিবার সন্ধ্যা থেকেই প্রয়াত শহীদ কাদরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন পোস্ট ভেসে উঠতে থাকে ফেসবুক, টুইটারে। সব পোস্টেই দেখা গিয়েছে প্রিয় মানুষকে হারানোর গভীর বেদনা। সেই বেদনাই হয়ে উঠেছে শোকের অক্ষর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিল লেখেন, ‘‘কবি শহীদ কাদরী ঢাকায় আসবেন, তাঁর কবিতার জন্মভূমিতে। কৃতজ্ঞতা বঙ্গবন্ধুর মেয়ের প্রতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই উদ্যোগ নিয়েছেন। তিনি চান, কবি আসুন তাঁর শহরে, বিউটি বোর্ডিং এর নগরে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সার্বিক তত্ত্বাবধায়ন করছেন। যোগাযোগ রাখছেন নিউইয়র্কে আমাদের কনসাল জেনারেল শামীম আহসান।’’

সোশ্যাল মিডিয়ায় কবি অসীম সাহার শ্রদ্ধর্ঘ্য।

মাহবুবুল হক শাকিল আরও লেখেন, ‘‘চেষ্টা থাকবে বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করার। আমরা কাঁদি। বাংলাদেশের সকল কবিরা। কবিতার পাঠকেরা। সিরাজী ভাই দেশে আসো। সাইফুল্লাহ মাহমুদ দুলাল ফিরে আসেন। কাঁদি, শহীদ কাদরীর জন্য, আমাদের জন্য।’’

বঙ্গবন্ধু হত্যাকান্ডের পরে কবি শহীদ কাদরী অভিমানে দেশ ছেড়েছিলেন। ফলে স্বাভাবিকভাবেই কবির প্রয়াণের পর বাংলাদেশের মাটিতে তাঁর সমাধির জন্য উদ্যোগী হয়েছেন বঙ্গবন্ধুর কন্যা। হাসিনার বিশেষ সহকারীর ফেসবুক পোস্ট থেকেই অবশ্য সে কথা প্রথম জানতে পারেন বাংলাদেশের মানুষ।

ফেসবুকে কবির প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সহকারী মাহবুবুল হক শাকিল

নিউ ইয়র্ক থেকে দুবাই হয়ে বুধবার সকালে মরদেহ ঢাকা পৌঁছবে। কফিনের সঙ্গে কবির ছেলে আদনান কাদরী ঢাকায় আসছেন। অন্য একটি ফ্লাইটে ঢাকায় রওনা হবেন তাঁর স্ত্রী। মরদেহ বাংলাদেশে নিয়ে যাওয়া এবং তা কবরস্থ করা পর্যন্ত সব ব্যয় বাংলাদেশ সরকার বহন করবে বলে তিনি জানান।

কাদরীর প্রতি ফেসবুকে শ্রদ্ধা জানালেন কবি ওবায়েদ আকাশ

বাংলাদেশ থেকে অনেক দুরে থাকলেও কবি শহীদ কাদরীর কবিতার সাথে পাঠকের কোন দুরত্ব ছিল না। তাঁর অনেক কবিতাই প্রজন্ম থেকে প্রজন্ম পাঠকের মুখে মুখে ফিরেছে। পাঠকের বেদনা ছিলো কবিকে চোখে না দেখার। সেই যন্ত্রণা আর মেটার নয়। তবে বেদনাদায়ক হলেও বাংলাদেশের এটুকুই সান্ত্বনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রিয় কবির অন্তিম আশ্রয় হয়ে উঠছে বাংলাদেশের মাটিই।

শহীদ কাদরীর বিদায় সংবাদ পাওয়ার পর ফেসবুকে শ্রদ্ধা নিবেদন কবি আনিসুল হকের।

Bangladesh Shahid Qadri
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy