Advertisement
১৮ মে ২০২৪

রাজাকার মহিবুরের ফাঁসি, মুজিবুর-রাজ্জাকের আমৃত্যু কারাবাসের সাজা

একাত্তরের মক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে হবিগঞ্জের বিএনপি নেতা মহিবুর রহমান ওরফে বড় মিয়াকে প্রাণদণ্ড দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমৃত্যু কারাবাসের সাজা দেওয়া হল তার ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া ও তাদের খুড়তুতো ভাই আবদুর রাজ্জাককে। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এই সাজা ঘোষণা করেছে।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ০১ জুন ২০১৬ ১৮:১৪
Share: Save:

একাত্তরের মক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে হবিগঞ্জের বিএনপি নেতা মহিবুর রহমান ওরফে বড় মিয়াকে প্রাণদণ্ড দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমৃত্যু কারাবাসের সাজা দেওয়া হল তার ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া ও তাদের খুড়তুতো ভাই আবদুর রাজ্জাককে। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এই সাজা ঘোষণা করেছে।

অভিযুক্তর বিরুদ্ধে আকাল আলি ও রজব আলি নামের দুই মুক্তিযোদ্ধাকে পাকিস্তানি বাহিনীর সহায়তায় হত্যা; অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমএ রবের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ; গ্রামের দুই মহিলাকে নির্যাতনের পর পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দেওয়া; এবং আনফর আলি নামে একজনকে অপহরণ করে নির্যাতনের অভিযোগে বিচার চলছিল।

জোড়া খুনের অভিযোগে মহিবুরকে প্রাণদণ্ড ও বাকি দু’জনকে আমৃত্যু কারাবাসের সাজা শোনান আদালত। অন্য এক অভিযোগে তিনজনকেই ১০ বছর করে, তৃতীয় অভিযোগে ২০ বছর করে এবং চতুর্থ অভিযোগে ৭ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
প্রাণদণ্ডের সাজা প্রাপ্ত বিএনপি নেতা মহিবুর রহমান ওরফে বড় মিয়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রাক্তন চেয়ারম্যান। বর্তমানে হবিগঞ্জের বানিয়াচং থানার শান্তি কমিটির চেয়ারম্যান তিনি। তার ভাই জামাতে ইসলামি নেতা মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়া বর্তমানে খাগাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষিতে গত বছরের ১০ ফেব্রুয়ারি এই দুই ভাইকে গ্রেফতার হয়। গত বছরেরই ১৯ মে গ্রেফতার করা হয়েছিল আবদুর রাজ্জাককে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bangladesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE