আওয়ামি লিগ নেতা ও প্রাক্তন সাংসদ আহসান উল্লাহ মাস্টারের হত্যা মামলায় ছ’জনের প্রাণদণ্ড এবং ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রেখেছে বাংলাদেশের হাইকোর্ট। তবে ওই মামলার অভিযুক্তদের মধ্যে বেকসুর খালাস হয়েছেন ১০ জন। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ বুধবার ওই রায় ঘোষণা করেছেন। স্থানীয় বিএনপি নেতা নূরুল ইসলাম সরকার সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত বলেও রায়ে বলা হয়।
এ মামলার মোট ২৮ জন আসামীর মধ্যে এর আগে ২২ জনকে প্রাণদণ্ড দিয়েছিল ঢাকার দায়রা জজ আদালত। তাদের ৬ জনের দণ্ড বহাল রাখে আপিল বিভাগ। মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয় মহম্মদ আলি, আনোয়ার হোসেন ওরফে আনু, জাহাঙ্গির হোসেন, কাশেম মাতব্বর, আবু সালাম ওরফে সালাম, মশিউর রহমান মশু এবং সৈয়দ আহমেদ মাজনুকে।
আরও পড়ুন- সবই জানতেন মাতিনের স্ত্রী নুর?