Advertisement
০৪ জুন ২০২৪

হুমকি দিয়ে লিফলেট, আতঙ্কে লালন ভক্তরা

বাংলাদেশে স্থানীয় লালন অনুসারীদের 'মুরতাদ' ঘোষণা করে লিফলেট বিলি করেছে 'হেফাজতে ঈমান’ নামে একটি সংগঠন। নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ১৬৫ জন লালন অনুসারীর নাম আছে ওই লিফলেটে।এমন লিফলেট প্রচারে আতঙ্ক ছড়িয়েছে উপজেলাটিতে।

বাউলদের আখড়া।

বাউলদের আখড়া।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৬ ০১:৩৫
Share: Save:

বাংলাদেশে স্থানীয় লালন অনুসারীদের 'মুরতাদ' ঘোষণা করে লিফলেট বিলি করেছে 'হেফাজতে ঈমান’ নামে একটি সংগঠন। নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ১৬৫ জন লালন অনুসারীর নাম আছে ওই লিফলেটে।এমন লিফলেট প্রচারে আতঙ্ক ছড়িয়েছে উপজেলাটিতে।

মঙ্গলবার বিকালে কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবে বাউল ভক্তদের সংগঠন ‘তরিকতে আহলে বাইত’ সংবাদ সম্মেলন করে এই আতঙ্কের কথা জানায়। সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন চিশতীও এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংগঠনের উপজেলা শাখার সভাপতি আব্দুল লতিফ আকন্দ জানান, গত ৩০ নভেম্বর উপজেলার চিথোলিয়া গ্রামের আব্দুল হালিমের বাড়িতে লালন শাহ স্মরণে গানের আসর বসার কথা ছিল। কিন্তু একটি মহলের বাধায় সেদিন তারা অনুষ্ঠান করতে পারেননি। নানা অভিযোগ এনে উপজেলার লালন অনুসারীদের মুরতাদ ঘোষণা করে ঈমান হেফাজতের নামে এলাকায় লিফলেট ছড়ানো হয়েছে। ১৬৫ জনের তালিকা করে তাদের বিভিন্নভাবে নির্যাতন চালানো হচ্ছে বলেও জানান আব্দুল লতিফ।

তাঁর অভিযোগ, উপজেলার চিরাংবাজারে লালন অনুসারী নূর আলমের ব্যবসা বন্ধ করতে বাধ্য করা হয়েছে। পাশাপাশি, ওই সংগঠনের তালিকায় যাঁদের নাম রয়ছে তাঁদের সবাইকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। হেফাজতে ঈমানের নামে ছড়ানো ওই লিফলেট পেয়েছেন বলে জানান ওসি কেন্দুয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, “লালন অনুসারীরা বিষয়টি আগে জানায়নি।মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা মৌখিকভাবে জানিয়েছেন।লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

দেশের বিভিন্ন স্থানে এর আগেও বাউল ও লালনভক্তদের ওপর জঙ্গি হামলা ও হুমকির ঘটনা ঘটেছে।

গতবছরের ডিসেম্বরে চুয়াডাঙ্গায় বাউল উৎসবের এক আয়োজককে হত‌্যা করে জঙ্গিরা। আর চলতি বছরের জুলাই মাসে চুয়াডাঙ্গার জীবননগরে এক বাউল আস্তানায় হামলা চালিয়ে তিন ভক্তকে পিটিয়ে জখম করা হয়।

লোকসভা নির্বাচন ২০২৪ সরাসরি: ‘মাছ ধরতে শেখানো উচিত’, আক্রমণ দেবজিতের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangladesh Lalon
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE