Advertisement
০৪ মে ২০২৪
International

ঢাকা বিমানবন্দরে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত দুই জার্মান নাগরিক

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নয়টি আগ্নেয়াস্ত্র-সহ ধরা পড়ল বাংলাদেশি বংশোদ্ভূত দুই জার্মান নাগরিক। আগাম খবরের ভিত্তিতে এদের ধরে ফেলে ঢাকা কাস্টমস এবং র‌্যাব।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৭:২৭
Share: Save:

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নয়টি আগ্নেয়াস্ত্র-সহ ধরা পড়ল বাংলাদেশি বংশোদ্ভূত দুই জার্মান নাগরিক। আগাম খবরের ভিত্তিতে এদের ধরে ফেলে ঢাকা কাস্টমস এবং র‌্যাব।

র‌্যাব কর্তা মিজানুর রহমান ভুঁইয়া সাংবাদিকদের জানান, মঙ্গলবার বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাদের আটক করা হয়। ধৃতদের নাম মহঃ মিনর বিন আলি ও আনিসুল ইসলাম তালুকদার।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার এইচএম আহসানুল কবির জানিয়েছেন, মঙ্গলবার সকালে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই থেকে এরা ঢাকায় আসে। গোপন সূত্রে খবর পেয়ে গ্রিন চ্যানেলে তাদের তল্লাশি চালানো হয়। সঙ্গে থাকা একটি কার্টনের ভিতর নয়টি ছোট আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। এগুলোর ওপর ‘স্মল ফায়ার আর্মস’ লেখা রয়েছে।

আরও পড়ুন: র‌্যাব অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার চট্টগ্রামে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE