রাতভর যৌথ অভিযান চালিয়ে নব্য জেএমবি-র দু’জন জঙ্গি খতম করল বাংলাদেশ পুলিশ। এর মধ্যে দিয়ে শেষ হল নরসিংদী জেলার শেখেরচরের জঙ্গি আস্তানায় পুলিশ ও সোয়াতের যৌথ অভিযান ‘অপারেশন গার্ডিয়ান নট’। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ বাংলাদেশের ওই জেলায় শেখেরচরের অভিযান শেষ হয়েছে বলে ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
এ দিনের অভিযান ছাড়াও মাধবদীর গাঙপাড়ায় জঙ্গিদের দখলে থাকা আরও একটি বাড়ির আস্তানা এখনও ঘিরে রেখেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আগামিকাল, বুধবার দিনের আলোয় জঙ্গিদের ওই আস্তানায় অভিযান চালানো হবে।
রাতভর ঘেরাও করে রাখার পর এ দিন দুপুরে শেখেরচরে নব্য জেএমবি-র আস্তানায় যৌথ অভিযান অপারেশন গার্ডিয়ান নট শুরু করে পুলিশ ও বিশেষ বাহিনী সোয়াত। বিকেল ৪টে নাগাদ এ অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। আস্তানা থেকে দুই জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে এক জন মহিলা জঙ্গি রয়েছে।