Advertisement
E-Paper

সন্ত্রাসের ছোবলে রক্তাক্ত ঢাকা! রাত ঢাকল আতঙ্কে

রাতভর চলল গোলাগুলি। প্রায় ১২ ঘণ্টার দম বন্ধ করা আতঙ্কের প্রহর পেরিয়ে অবশেষে শনিবার সকালে জঙ্গি কবল থেকে মুক্ত হল ঢাকার গুলশন এলাকার স্প্যানিশ রেস্তোরাঁ। তবে এর মধ্যেই ২০ জন বিদেশিকে খুন করেছে সন্ত্রাসবাদীরা। প্রায় সবাইকেই খুন করা হয়েছে কুপিয়ে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৬ ০৯:৫৩
এলাকা ঘিরে রয়েছে বাহিনী। ছবি: এপি।

এলাকা ঘিরে রয়েছে বাহিনী। ছবি: এপি।

বাংলাদেশের মাটিতে সব থেকে বড় জঙ্গি হামলার সাক্ষী রইল জুলাইয়ের প্রথম রাত। ঘণ্টার পর ঘণ্টা দম বন্ধ করা আতঙ্কের শেষে ঢাকার রেস্তোরাঁ জঙ্গি-মুক্ত হল বটে, কিন্তু তত ক্ষণে বাইশ জনের লাশ পড়ে গিয়েছে। রক্তে মাখামাখি গুলশানের হোলি আর্টিজান বেকারি নামের রেস্তোরাঁটির মেঝে থেকে দেওয়াল। অধিকাংশকেই খুন করা হয়েছে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে।

শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ ঢাকার গুলশনে কূটনৈতিক এলাকায় এই স্প্যানিশ রেস্তোরাঁয় হানা দিয়েছিল সাত জনের জঙ্গি বাহিনী। সাউন্ড গ্রেনেড ফাটাতে ফাটাতে রেস্তোরাঁয় ঢুকে পড়ে তারা। সঙ্গে ছিল বোমা, বন্দুক আর ধারাল চপার। পুলিশ আসার আগেই তারা পণবন্দি করে ফেলে ৩৩ জনকে। অধিকাংশই বিদেশি নাগরিক। পুলিশ এসে পৌঁছনোর পর শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। জঙ্গিদের গুলিতে রাতেই লুটিয়ে পড়েন বনানী থানার ওসি সালাহউদ্দিন আহমেদ এবং রবিউল নামে এক অতিরিক্ত কমিশনার। জখম হন অন্তত ১০ জন পুলিশকর্মী। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তলব করা হয় সেনা এবং আধাসেনা। রাতভর ঘিরে রাখা হয় রেস্তোরাঁ। মাঝেমধ্যেই চলতে থাকে গোলাগুলি। কিন্তু সকালের আগে ভিতরে ঢুকতে পারেনি যৌথবাহিনী।

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা নাগাদ রেস্তোরাঁয় ঢুকতে থাকে বাহিনী। মিনিট পঁয়তাল্লিশের মধ্যেই রেস্তোরাঁর দখল নেয় তারা। ২০ জন পণবন্দিকে তত ক্ষণে খুন করে ফেলেছে জঙ্গিরা। রক্তে ভেসে যাচ্ছে গোটা চত্বর। আর সেই সঙ্গে জীবিতদের আর্তনাদ। ছয় জঙ্গি খতম হয়েছে যৌথবাহিনীর অভিযানে। এক সন্ত্রাসবাদীকে ধরা গেছে জীবিত অবস্থায়। পণবন্দিদের ১৩ জনকে উদ্ধার করা গেছে।

এই ঘটনার পিছনে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) রয়েছে বলে দাবি মার্কিন গোয়েন্দা সংস্থা সাইটের। সকালে বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এক দিন আগে ডেমরা থেকে ধরা পড়া জেএমবি নেতা খালেদ সাইফুল্লাহকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছিল জঙ্গিরা।

হোলি আর্টিজান বেকারি নামের রেস্তোরাঁটি ঢাকার হাই প্রোফাইল এলাকায়। একদম কাছেই রাশিয়া, অস্ট্রেলিয়া এবং কাতারের দূতাবাস। দু’কিলোমিটারের মধ্যেই রয়েছে ভারতীয় দূতাবাস। কাছাকাছি মার্কিন দূতাবাসও। মার্কিন দূতাবাসের ঢাকায় মার্কিন নাগরিকদের বাড়তি সতর্ক থাকার আবেদন জানিয়েছেন। ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, সব কর্মীই নিরাপদে আছেন। বাংলাদেশ সরকারের তরফে গুলশনের এই কূটনৈতিক এলাকার নিরাপত্তা আরও জোরদার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন:
‘শুধুই গুলির শব্দ, জানালার কাচ ভেঙে গেল ঝনঝন করে’

মধ্য এশিয়ার অর্থই অনর্থ ঘটাচ্ছে বাংলাদেশে!

Bangladesh Teror Attack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy