হারিয়ে যাওয়া শৈশবকে কে না ফিরে পেতে চায়! এই স্মৃতি রোমন্থন আজ যাঁরা ত্রিশোর্ধ বাঙালি তাঁদের কাছে খুবই বেদনার। পড়ার বইয়ের পাতার ভাঁজে লুকিয়ে রাখা কমিকসের বই, স্কুল ব্যাগে লুকিয়ে আনা ছোট ছোট কমিকসের বইগুলি কোনও মূল্যবান ধন-সম্পদের থেকে কম কিছু ছিল না।
কেমন হয় সেই শৈশব যদি আবার ফিরে আসে! অন্তরীপ সেই অসম্ভবকেই সম্ভব করেছে। সময়ের চাকা পেছনে ঘুরিয়ে ম্যাগাজিনের দোকানে সাজিয়ে রাখা প্রাণ সাহেবের চাচা চৌধুরীর কমিক্সগুলি আবার ফিরিয়ে এনেছে ‘অন্তরীপ কমিক্স’।
৭ জুন বিকেল ৩টা, পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে উদ্বোধন হতে চলেছে চাচা চৌধুরীর কমিকস, তাও আবার বাংলা ভাষায়।
চাচা চৌধুরীর এই ‘অমনিবাস এডিশন’-এ রয়েছে সকলের প্রিয় সেই প্রথমযুগের প্রাণ-অঙ্কিত শিল্পকর্মগুলি। ‘অন্তরীপ কমিক্স’ এবং ‘প্রাণস এন্টারটেইনমেন্ট’-এর যৌথ উদ্যোগে বাংলার পাঠকের সামনে হাজির হয়েছে এক সময়যান। আজকে যাঁরা সেইসব দিন, সেইসব কমিকসের অভাববোধ করেন তাঁরা চড়ে বসতে পারেন এই সময়যানে এবং সঙ্গে নিতে পারেন আজকের প্রজন্মকেও। চাচা চৌধুরী, যার মস্তিষ্ক কম্পিউটারের থেকেও দ্রুতবেগে ছোটে, তার গল্প ছড়িয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্মে।
এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘অন্তরীপ পাবলিকেশন’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।