পশ্চিমবঙ্গের ব্যবসায়িক দুনিয়ার শ্রেষ্ঠ কৃতীদের সম্মান জানাতে আয়োজিত হতে চলেছে— ‘বেঙ্গল বিজ়নেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’। ১৩ জুলাই কলকাতার অন্যতম অভিজাত পাঁচতারা হোটেল ‘দ্য ওয়েস্টিন’-এ আয়োজিত এই অনুষ্ঠান একত্রিত করবে রাজ্যের সেরা ব্র্যান্ড এবং ব্যবসায়িক জগতের প্রভাবশালী উদ্যোক্তাদের। সাফল্য ও উদ্ভাবনের উদ্যাপনে আয়োজক হিসেবে থাকছে ‘প্রেসটিজ়স্পিয়ার পিআর’, গ্ল্যামার ও গর্বে মোড়া এক সন্ধ্যার প্রতিশ্রুতি নিয়ে।
সম্মান জ্ঞাপনের এই আনুষ্ঠানিক সন্ধেয় বাংলার শীর্ষ ব্যবসায়িক সংস্থাগুলিকে একশোরও বেশি বিভাগে সম্মান জানানো হবে। ছোট উদ্যোগ থেকে শুরু করে বড় কর্পোরেট, সকলের জন্যই থাকছে এই অংশগ্রহণের সুযোগ। ম্যানুফ্যাকচারিং, স্বাস্থ্যসেবা, আইটি, রিটেইল, শিক্ষা, পর্যটন, ফ্যাশন, মিডিয়া— সহ বহু ক্ষেত্রের ব্র্যান্ডগুলি স্বীকৃতি পাবে এই সন্ধ্যায়।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টলিউদের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই ‘বেঙ্গল বিজ়নেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’ শুধু একটি স্বীকৃতি নয়, এটি একটি ব্র্যান্ডকে শক্তিশালী করার কার্যকরী মাধ্যমও।
এই অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সংস্থাগুলি পাবেন:
- প্রফেশনাল ফটোগ্রাফি ও ভিডিয়ো কভারেজ
- মিডিয়া ও ডিজিটাল ফিচার
- সোশ্যাল মিডিয়াতে প্রচার
- ই-ম্যাগাজিনে বিশেষ জায়গা
সব মিলিয়ে এই পুরষ্কার বাজারে ব্র্যান্ডের পরিচিতি ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিতে সাহায্য করবে।
‘প্রেসটিজ়স্পিয়ার পিআর’-এর প্রতিষ্ঠাতা এবং সিইও আয়াজ মোহাম্মদ বলেন, “এই অ্যাওয়ার্ডসের মাধ্যমে আমরা বাংলার ব্যবসায়িক প্রতিভা, উদ্ভাবন এবং পরিশ্রমকে সামনে আনতে চাই। শুধু স্বীকৃতিই নয়, এটি হবে তাদের ভবিষ্যতের পথচলার এক মাইলফলক।”
বাংলার ব্যবসার জগতের জন্য এটি এক স্বর্ণালী সুযোগ। যদি আপনিও একজন ব্যবসায়িক উদ্যোক্তা হোন বা কোনও সংস্থার অংশ হোন— তা হলে এই মঞ্চ হতে পারে আপনার ব্র্যান্ডের জন্য এক নতুন স্বপ্নের উড়ান। অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার আনন্দবাজার ডট কম।
এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘গ্লোবমার্ট ট্রেডিং প্রাইভেট লিমিটেড’-এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।