E-Paper

পূর্ব ভারতের অন্যতম শীর্ষ স্বাস্থ্যশিক্ষার প্রতিষ্ঠান ভবিষ্যতের জন্য গড়ে তুলছে সফল চিকিৎসক

চিকিৎসা বিজ্ঞান ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অন্যতম প্রতিষ্ঠান ‘আইকিউ সিটি’, যেখানে স্বাস্থ্যবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য উপযুক্ত শিক্ষা প্রদান করা হয়।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৫:৫২
‘আইকিউ সিটি’-র শিক্ষার্থীরা

‘আইকিউ সিটি’-র শিক্ষার্থীরা

চিকিৎসা বিজ্ঞান ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অন্যতম প্রতিষ্ঠান ‘আইকিউ সিটি’, যেখানে স্বাস্থ্যবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য উপযুক্ত শিক্ষা প্রদান করা হয়। প্রায় ৩০০০ জন শিক্ষার্থীদের অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষা দেওয়া হয়। ‘আইকিউ সিটি’-র অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করেছেন।

আইকিউ সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল

১,২০০ বেডের এই সুপার স্পেশালিটি হাসপাতালটি ১১টি সম্পূর্ণ সজ্জিত অপারেশন থিয়েটারসহ আসানসোল-দুর্গাপুর অঞ্চলে অত্যাধুনিক স্বাস্থ্যসেবার জন্য পরিচিত। এখানে কার্ডিয়োলজি, কার্ডিয়ো-থোরাসিক সার্জারি, নিউরোলজি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, নেফ্রোলজি সহ ডায়ালিসিস ইউনিট, পেডিয়াট্রিক সার্জারি এবং প্লাস্টিক সার্জারি মিলিয়ে মোট ২২টি বিভাগ রয়েছে।

আইকিউ সিটি মেডিক্যাল কলেজ

এই কলেজটি এমবিবিএস ও ডাক্তার অফ মেডিসিন (এমডি) কোর্সের মাধ্যমে সফল ডাক্তার তৈরি করছে। প্রতি বছর এখানে প্রায় ২৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়। এই কলেজটি মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা মেডিক্যাল টিচিং টেকনোলজির একটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে স্বীকৃত হয়েছে।

আইকিউ সিটি ইনস্টিটিউট অফ নার্সিং সাইন্সেস

জিএনএম, বিএসসি এবং এমএসসি নার্সিং কোর্সগুলি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। কলেজগুলির ২০০ সদস্যের অধ্যাপক মণ্ডলী অত্যন্ত যত্নের সঙ্গে নির্বাচিত করা হয় এবং উচ্চ যোগ্যতাসম্পন্ন পেশাদাররা সর্বোত্তম জ্ঞান, দক্ষতা এবং নৈতিক মূল্যবোধ শিক্ষার্থীদের মধ্যে সঞ্চার করে থাকেন।

আইকিউ সিটি ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল অ্যান্ড অ্যালায়েড সাইন্সেস

এখানে নিম্নলিখিত কোর্সগুলি পাঠ্যক্রমের অন্তর্গত:

i) মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ব্যাচেলর – ৩০টি আসন

ii) হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন-এ ব্যাচেলর – ৩০টি আসন

iii) ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে বিএসসি – ৩০টি আসন

iv) অপারেশন থিয়েটার টেকনোলজিতে বিএসসি – ৩০টি আসন

v) পারফিউশন টেকনোলজিতে বিএসসি – ১৫টি আসন

vi) হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন-এ মাস্টার – ১৫টি আসন

vii) মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি-তে এমএসসি (মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রিতে বিশেষীকরণসহ) – প্রতিটি ক্ষেত্রে ৩০টি আসন

viii) অ্যাপ্লায়েড নিউট্রিশন-এ এমএসসি – ১৫টি আসন

বর্তমানে উল্লিখিত সকল কোর্স পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ ‘ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস’-এর স্বীকৃতির ভিত্তিতে পরিচালিত হয়। এর পাশাপাশি, একই ক্যাম্পাসে স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের অধীনে অ্যালায়েড হেলথ সায়েন্সেস-এর বিষয়ে বিভিন্ন ডিপ্লোমা কোর্সও করানো হয়, যার মোট ভর্তি সংখ্যা প্রতি বছর ৭১ জন।

আইকিউ সিটি ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস

এই প্রতিষ্ঠানটি ২০২৩ সালে প্রতিষ্ঠিত এবং এখানে বর্তমানে বিফার্ম কোর্সে ১০০ জন শিক্ষার্থীকে ভর্তি করানো হয়। কলেজের আধুনিক ল্যাবরেটরি, প্রযুক্তিসম্পন্ন শ্রেণিকক্ষ এবং সমৃদ্ধ গ্রন্থাগার শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের পরিকাঠামো নিশ্চিত করে।

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘আইকিউ সিটি ফাউন্ডেশন’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

medical college Nursing Sciences IQ City

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy