E-Paper

মিডিয়া জগতে কেরিয়ার গড়তে চান? কলকাতার এই বিশ্ববিদ্যালয় থেকে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করুন

২০১৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি আধুনিক মিডিয়া শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে এক অগ্রণী প্রতিষ্ঠান হয়ে উঠেছে।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ২২:৪৭
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বর্তমান যুগে মিডিয়া ও জনসংযোগ বিভাগ সবচেয়ে দ্রুত এবং জনপ্রিয় একটি বিকাশমান ক্ষেত্র হয়ে উঠেছে। সাংবাদিকতা, বিজ্ঞাপন, জনসংযোগ, ডিজিটাল মিডিয়া—এইসব ক্ষেত্রে পেশাদারদের চাহিদা দিন দিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই বর্তমান পরিস্থিতি ও শিক্ষা ক্ষেত্রে এই বিভাগের চাহিদার কথা মাথায় রেখে ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’ (SNU) মিডিয়া শিক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

২০১৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি আধুনিক মিডিয়া শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে এক অগ্রণী প্রতিষ্ঠান হয়ে উঠেছে। বর্তমান সময়ের পরিস্থিতি পর্যালোচনা করে এখানকার পাঠ্যক্রম এমনভাবেই স্থির করা হয়, যাতে ডিজিটাল মিডিয়া, তথ্য সাংবাদিকতা, ‘ফ্যাক্ট-চেকিং’, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ‘ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি’র (VR/AR) মতো আধুনিক প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীরা পরিচিত হতে পারে।

সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় বিশেষ করে বাস্তবভিত্তিক শিক্ষায় বিশেষ গুরুত্ব দেয়। শিক্ষার্থীরা ইন্টার্নশিপ, ওয়ার্কশপ এবং প্রকল্পের মাধ্যমে হাতে-কলমে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করে। এ ছাড়াও এখানে আছে আধুনিক টিভি স্টুডিয়ো, এডিটিং স্যুট, ‘ভিএফএক্স ল্যাব’ এবং ‘ডিজিটাল রেডিয়ো ও স্টেশন’। এখানকার অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীরা শিক্ষার্থীদের এই বিষয়গুলি সম্পর্কে নিয়মিত দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে থাকেন।

মিডিয়া ও মাস কমিউনিকেশন প্রোগ্রামটিতে সাংবাদিকতার পাশাপাশি ডিজিটাল মিডিয়া, অর্থনীতি, পরিবেশবিদ্যা এবং নীতিনির্ধারণের মতো বিষয়ও শেখানো হয়। এ ছাড়াও এখানে বিভিন্ন ধরনের লেখালেখি, সম্পাদনা, চলচ্চিত্র নির্মাণ, সম্প্রচার, ও ডিজিটাল কনটেন্ট তৈরি করার মতো প্র্যাকটিক্যাল স্কিলও শেখানো হয়। পাশাপাশি ‘অ্যাডভার্টাইজিং’, ‘পাবলিক রিলেশনস’, ‘অ্যানিমেশন’, ‘গ্রাফিক্স’ এবং ‘এ-আই’ও শেখানো হয়।

নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ:

‘এসএনইউ’ মিডিয়া শিক্ষায় নৈতিকতা ও সামাজিক দায়িত্বকে বিশেষ গুরুত্ব দেয়। শিক্ষার্থীরা এখানে ‘এসএনইউ রেডিয়ো’, ‘এসএনইউ রিল’ এবং ‘এসএনইউ ক্রনিকল’-এর মাধ্যমে প্রকৃত সাংবাদিকতার অভিজ্ঞতা অর্জন করে। এর ফলে তারা সমাজ সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বশীল দায়িত্বশীল পেশাদারও হয়ে উঠতে পারে।

আধুনিক পরিকাঠামো ও স্কলারশিপের সুবিধা:

‘এসএনইউ’-এর বিশ্ববিদ্যালয়ে রয়েছে আধুনিক স্টুডিয়ো, ল্যাব, ডিজ়াইন ও ফটোগ্রাফি রুম, ডিজিটাল মিডিয়া স্পেস ও হাই-স্পিড ইন্টারনেট সহ ক্যাম্পাসজুড়ে ওয়াইফাইয়ের সুবিধা। এ ছাড়াও এখানকার লাইব্রেরি ও কম্পিউটার রুম শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়নেও সহায়তা করে।

শিক্ষার্থীদের জন্য ‘এসএনইউ’ বিভিন্ন ধরনের বৃত্তিও প্রদান করে থাকে। তার মধ্যে রয়েছে, ‘এসএনইউ মেরিট স্কলারশিপ’ (SNU Merit Scholarship), ‘ট্যালেন্ট স্কলারশিপ’ (Talent Scholarship), ‘চ্যান্সেলর মেরিট কাম মিনস স্কলারশিপ’ (Chancellor Merit-cum-Means Scholarship) ইত্যাদি, যা শিক্ষার্থীদের জন্য পরবর্তী জীবনের উচ্চশিক্ষাকে আরও সহজলভ্য করে তোলে।

শিল্প-সহযোগিতা ও প্লেসমেন্ট সহায়তা:

সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়টি ‘রিপাবলিক বাংলা’, ‘এবিপি নিউজ়’, ‘আমাজ়ন’, ‘রেড এফএম’, ‘সিএনবিসি’-এর মতো সংস্থাতেও ইন্টার্নশিপ করার সুযোগ পায়। এতে শিক্ষার্থীরা ইন্টার্নশিপ ও চাকরির সুযোগও অনেক বেশি পায়। প্লেসমেন্ট সেল শিক্ষার্থীদের পোর্টফোলিয়ো তৈরি ও কেরিয়ার কাউন্সেলিং করে তাদের সাহায্য করে। ৭৫ শতাংশ ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক, যাতে নিয়মানুবর্তিতা বজায় থাকে।

ভবিষ্যৎ পরিকল্পনা:

এই বিশ্ববিদ্যালয়টি ভবিষ্যতে আরও উন্নত ‘এ-আই ইন্টিগ্রেশন’, সাংবাদিকতা এবং গণসংযোগ, ‘ভিআর ও এআর’ (VR & AR) বিষয়ে বিশেষায়িত কোর্স এবং গবেষণামূলক প্রকল্প শুরু করতে উদ্যোগী ভূমিকা নিচ্ছে। শিক্ষার্থীদের জন্য আরও বাস্তবভিত্তিক ও শিল্পমুখী অভিজ্ঞতা নিশ্চিত করাই ‘এসএনইউ’-এর একমাত্র লক্ষ্য।

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’র সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

Education industry

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy