‘গ্লোবসিন বিজ়নেস স্কুল’, ‘গ্লোবসিন নলেজ ক্যাম্পাস’-এ আয়োজন করে এক অনন্য আন্তঃস্কুল কার্নিভালের, ‘কল্যাণী আনন্দ উৎসব ২০২৫’। এটি ‘কল্যাণী ইউথ লিডারশিপ ফোরাম’-এর ‘বিয়ন্ড এডুকেশন’ উদ্যোগের অধীনে আমতলা এবং পার্শ্ববর্তী এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আয়োজন করা হয়েছিল। সারাদিনব্যাপী এই অনুষ্ঠানে ৮০০-রও বেশি শিশু, তাদের মায়েরা এবং শিক্ষকেরা অংশগ্রহণ করেন। দশম বছরে পদার্পণ করে ‘কল্যাণী আনন্দ উৎসব’ আজ আরও বৃহত্তর হয়ে উঠেছে। আনন্দ, সৃজনশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক উদ্যাপনের মাধ্যমে এখানে যেমন শিশুদের স্বপ্ন লালিত হয়েছে, ঠিক তেমনই সাম্প্রদায়িক সম্প্রীতিও দৃঢ় হয়েছে।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ‘কল্যাণী আনন্দ উৎসব ২০২৫’-এর শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। ডান দিক থেকে বাঁ দিকে: গ্লোবসিন গ্রুপের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিক্রম দাশগুপ্ত; ‘কল্যাণী – বিক্রম দাশগুপ্ত ফাউন্ডেশন’-এর ম্যানেজিং ট্রাস্টি রঞ্জনা দাশগুপ্ত; গ্লোবসিন গ্রুপের সহ-সভাপতি অধ্যাপক আর. সি. ভট্টাচার্য; জিবিএস-এর প্রধান অভিষেক কুমার এবং বি-স্কুলের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা।