Advertisement
E-Paper

বিলাসবহুল জীবনযাপনের নতুন ঠিকানা

উত্তরের মজা এবার দক্ষিণে! সেই সঙ্গে নদীর ধার যদি আপনার পছন্দ হয়, তা হলে তো কথাই নেই। কি বুঝতে পারলেন না তাই তো! তা হলে একটু বুঝিয়েই বলা যাক। হাইল্যান্ড রিভার দক্ষিণ কলকাতায় নিয়ে এল নজরকাড়া সমস্ত ফ্ল্যাট।তাও আবার গঙ্গার ধারে এবং অবিশ্বাস্য দামে।

বিজ্ঞাপন প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৮ ১৪:২৫

প্রত্যেকেই চায় তার স্বপ্নের বাড়িটা হোক সুন্দর। তবে তার আগে থাকে অনেক চাহিদা। নিজের বাড়িতে নিজের মতো করে বিলাসিতার খোঁজ কে না করে। সঙ্গে চাই যথেষ্ঠ সুযোগ-সুবিধাও। লোকেশন থেকে অ্যামেনিটিস, কাছাকাছি কি কি রয়েছে, সবকিছু মাথায় রাখতে হয়। পাশাপাশি দামটাও অবশ্য বাজেটের মধ্যে হওয়া চাই। এত সব চাহিদার মধ্যে মাঝখান থেকে অনেক সময়েই বাড়ি কেনাটাই শিকেয় উঠে যায়।

কিন্তু এবার আর সেটা হবে না। কেন না হাইল্যান্ড রিভার নিয়ে এসেছে গঙ্গার ধারে সাধ্যের মধ্যে, কম দামে, নজরকাড়া সমস্ত ফ্ল্যাট। যেখানে আপনি কেবল আপনার মনপসন্দ বাড়িই পাবেন না। সঙ্গে পেয়ে যাবেন দিনের শেষে একটু শান্তির খোঁজও। আর সেই সঙ্গে তো সমস্ত সুযোগ সুবিধা রয়েছেই।

নিউ আলিপুর থেকে বিবিটি রোড ফ্লাইওভার ধরলে মাত্র ১৫ মিনিটে আপনি পৌঁছে যাবেন লোকেশনে। হাতের নাগালেই রয়েছে স্কুল, কলেজ, স্টেশন, এয়ারপোর্ট, হাসপাতাল সবকিছুই। সেই সঙ্গে থাকছে মনোরঞ্জনের ব্যবস্থাও। গল্ফ কোর্স থেকে সর্ববৃহৎ রেসিডেন্সিয়াল ক্লাব, সুইমিং পুল, জিম সহ থাকছে আরও অনেক কিছুই।

এর সঙ্গেই থাকছে চোখ ধাঁধানো শিল্পকর্ম, বিশ্বমানের জীবনযাত্রার ব্যবস্থা। ফ্ল্যাটগুলির প্ল্যানিং এমনভাবে করা হয়েছে যাতে প্রতিটি ফ্ল্যাটে খোলামেলা ভাবে আলো বাতাস চলাচল করতে পারে। শুধু কি তাই! আপনার অবসর সময়ের সঙ্গীও হতে পারে এই ফ্ল্যাটের পরিবেশ। বিকেলের হাঁটা কিংবা ছুটির দুপুরে ব্যালকনিতে বসে নদীর দিকে দেখতে দেখতে, চায়ের কাপে চুমুক। শান্তিপ্রিয় জীবনে এর থেকে বেশি আর কীই বা চাই। আর এই সব কিছুর জন্য দক্ষিণ কলকাতায় হাইল্যান্ড রিভারের থেকে ভাল ঠিকানা আর হতেই পারে না।

তা হলে আর দেরি কেন? আজই ভিজিট করুন আমাদের ঠিকানায়। বিশদ জানতে ক্লিক করুন এই লিঙ্ক-এ - http://bit.ly/2AlWuZd

Flat Hiland River
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy