Advertisement
১১ মে ২০২৪
hoichoi

বাঙালির প্রিয় হইচইতে এখন ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ারের ছয়লাপ

দর্শকদের মনপসন্দ একরাশ কনটেন্ট নিয়ে এবার হাজির হইচই, যা আম বাঙালির বোরিং কোয়ারেনটাইনকে কিছুটা হলেও করে তুলেছে মজাদার।

বিজ্ঞাপন প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২০ ১৬:২৫
Share: Save:

সময় বদলেছে। বদলেছে মানুষের চাহিদাও। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে, বিনোদন জগতের চেনা চৌহদ্দির বাইরে গিয়ে, অল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী বাংলা ও বাঙালির কাছে ব্যপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে বাংলা ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'। আর যে সময়টাই করোনার কারণে মানুষ চার দেওয়ালের মধ্যে বন্দিদশা কাটাচ্ছে, সেই সময়েই দর্শকদের একের পর এক ব্লকব্লাস্টার ডিজিটাল প্রিমিয়ার উপহার দিচ্ছে 'হইচই'। সময় কাটানোর জন্য এর থেকে বড় রসদ আর কীই বা হতে পারে! বলা বাহুল্য দর্শকদের মনপসন্দ একরাশ কনটেন্ট নিয়ে হাজির হইচই, যা কি না বোরিং কোয়ারেনটাইনকে কিছুটা হলেও করে তুলেছে মজাদার। অতএব বাড়ি বসে শুধু কাজ নয়, এবার কাজের সঙ্গে পাল্লা দিয়ে উপভোগ করুন পছন্দের সিনেমা বা সিরিজও।

দেশজুড়ে লকডাউনের প্রথম সপ্তাহেই 'হইচই'য়ের ট্রাফিক এক ধাক্কায় বেড়ে গিয়েছে প্রায় চার গুণ। আর প্রতিদিন সেই ট্রাফিক লাফিয়ে লাফিয়ে বাড়ছে - প্রায় দু' থেকে তিন গুণ করে। যা হয়তো বিনোদনপ্রেমী বাঙালির ঘরবন্দি থেকে এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের ফল। সেই সঙ্গে এই ট্রাফিক বেড়ে যাওয়ার আরও একটা কারণ হল এই প্ল্যাটফর্মের সমৃদ্ধ কনটেন্ট যা আবার সহজেই অ্যাক্সেস করা যায়।

মানুষের সঙ্গে মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং ঘরবন্দি থেকেই সমস্ত কাজ করতে উপভোক্তাদের বিশেষভাবে উৎসাহিত করছে 'হইচই'। আর সেই কারণেই ইতিমধ্যেই পুরনো ক্লাসিক, নতুন ব্লকবাস্টার, হইচই অরিজিন্যালসের সিনেমা, ওয়েব সিরিজ থেকে শর্ট ফিল্ম ইত্যাদি একগুচ্ছ কনটেন্ট থালায় করে দর্শকদের সামনে সাজিয়ে দিয়েছে 'হইচই'। সঙ্গে প্রতি সপ্তাহে থাকছ নতুন নতুন সম্ভার। এক কথায় বিনোদনের মাধ্যমে আপনাকে ব্যস্ত রেখে এই পরিস্থিতিতে স্বেচ্ছাবন্দি বা নিজের সঙ্গে নিজের সময় কাটানোর বিষয়টিতে বিশেষভাবে উৎসাহ যোগাচ্ছে 'হইচই'।

মার্চের প্রথমার্ধেই স্ট্রিমিং শুরু হয়ে গিয়েছে রুদ্রনীল ঘোষ, রাজদীপ গুপ্ত, শাঁওলি চট্টোপাধ্যায় ও খরাজ মুখোপাধ্যায় অভিনীত 'রহস্য রোমাঞ্চ সিরিজ ২'-এর। প্রথম সিরিজের পরে দ্বিতীয় এই সিরিজটি দর্শক মহলে প্রভূত প্রশংসা কুড়িয়েছে। মেগা ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ারে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের 'দ্বিতীয় পুরুষ'। মুক্তি পেয়েছে সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে তৈরি সন্দীপ রায় পরিচালিত 'প্রফেসর শঙ্কু ও এলডোরাডো'। স্ট্রিমিং শুরু হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কাহিনীর প্রেক্ষাপটে তৈরি 'একাত্তর'-এর।

শুধু এগুলিই নয়, এমনই আরও অনেক কনটেন্ট শীঘ্রই স্ট্রিমিং করবে ‘হইচই’য়ে। যার মধ্যে ৭টি ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার এবং একটি ওরিজিনাল ওয়েব সিরিজ। এক ঝলকে দেখে নিন এই গুলি —

বিভিন্ন দেশ থেকে আসা ট্রাফিক নিয়ে 'হইচই'এর সহ প্রতিষ্ঠাতা বিষ্ণু মোহতা জানিয়েছিলেন,"পশ্চিমবঙ্গ ছাড়াও বেঙ্গালুরু, দিল্লি, মুম্বই, পুণে, এবং হায়দরাবাদেও প্রচুর মানুষ হইচইয়ের পরিষেবা উপভোগ করছে। সামগ্রিক ট্রাফিকের ভিত্তিতে বেঙ্গালুরু এবং দিল্লি রয়েছে যথাক্রমে দুই এবং তিন নম্বরে। অন্যদিকে আন্তর্জাতিক স্তরে আমেরিকা, ইংল্যান্ড থেকে সব থেকে বেশি ট্রাফিক আসছে। মধ্য প্রাচ্য, কানাডা এবং অস্ট্রেলিয়াও সেভাবে পিছিয়ে নেই। গত সপ্তাহেই ইউরোপ এবং জাপান থেকে বেশ ভাল ট্রাফিক এসেছে। আর প্রতিনিয়ত বাংলাদেশের ট্রাফিক বাড়ছে। বিশেষত ২০২০-এর অন্যতম বাংলা সুপারহিট সিনেমা 'দ্বিতীয় পুরুষ'-এর টেলিভিশন প্রিমিয়ার হওয়ার আগেই 'হইচই'তে ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হওয়ায় ট্রাফিকের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।"

সম্প্রতি যে সিরিজগুলি এবং সিনেমাগুলি 'হইচই'তে সবথেকে বেশিবার দেখা হয়েছে সেগুলি হল, 'ব্যোমকেশ সিজন ৫', 'শব্দ-জব্দ', 'মন্টু পাইলট', 'রহস্য রোমাঞ্চ সিরিজ ২', 'বন্য প্রেমের গল্প', 'গোত্র (ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার)', 'গুমনামি', 'পাঁচফোড়ন ২' এবং সদ্য মুক্তি পাওয়া 'দ্বিতীয় পুরুষ'।

এটি একটি বিজ্ঞাপন প্রতিবেদন। 'হইচই'-এর সঙ্গে যৌথ উদ্যোগে প্রকাশিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

OTT Web Content
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE